
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের আইএসএল। এবারের টুর্নামেন্ট হবে সুইস মডেলে। এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তবে কী এই সুইস মডেল? এর অর্থ ঠিক কী? কিছুদিন আগেই শোনা গিয়েছিল, টুর্নামেন্ট হবে গোয়ায়। সে ক্ষেত্রে কী এই ফরম্যাটে বঞ্চিত হতে চলেছেন কলকাতার দর্শকরা?
সুইস মডেল আসলে কী?
এবারের আইএসএল হবে সিঙ্গল লেগে। এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ বলছেন, 'সুইস মডেলে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে খেলা হবে। কোথায় কী ভাবে হবে, তা লিগের জন্য যে গভর্নিং কাউন্সিল গড়া হবে, তারা ঠিক করবে। আর ১৪ টিম খেললে ৯১ ম্যাচ হবে।' সুইস মডেল বলতে লিগের কিছু টিম বেশি হোম ম্যাচ খেলবে, কিছু ক্লাব কম। যা ঠিক হবে লটারিতে। যাদের মাঠ ভালো নয় বা দর্শক হয় না, তাদের বেশি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। বর্তমানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হয় এই মডেলেই।
অর্থাৎ হাফ ছেড়ে বাঁচতে পারেন কলকাতার তিন প্রধানের সমর্থকরা। কলকাতায় মাঠের সমস্যা নেই। যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও কিশোর ভারতীর মাঠ রয়েছে। ফলে মাঠ নিয়ে সমস্যা হবে না। ফলে তিন দলই বেশি করে ম্যাচ তাদের ঘরের মাঠে, বিশেষ করে নিজেদের দলের সমর্থকদের সামনে খেলতে পারবে।
ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ম্যাচ কোথায় হবে এ প্রসঙ্গে কোচ অস্কার ব্রুজো মঙ্গলবার বলেন, 'আমরা খবর পেলাম সম্ভবত সবকিছু ঠিক হয়ে গিয়েছে। বেশ কিছু ক্লাব খেলার কথা জানিয়েছে। কিছু ক্লাব এখনও জানায়নি শুনলাম। সেটাও আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার লিগ ফরম্যাটের জন্য অপেক্ষা করতে হবে। তবে আইএসলটা কলকাতায় হলে খুব ভাল হয়। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সবাই নিজেদের ঘরের মাঠে খেলতে পারে। আমরা কেন গোয়াতে গিয়ে খেলব? যদি সব ক্লাব রাজি হয় সেক্ষেত্রে দুটো ভেন্যুতে লিগ আয়োজন করা যায়।'