
আইএসএল (ISL) ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বুধবার জরুরি বৈঠক করেছিল ফেডারেশন (AIFF)। সেখানে বিভিন্ন প্রস্তাবে উঠে এসেছিল, ক্লাবগুলোর যৌথভাবে সুপ্রিম কোর্টে আবেদন করার বিষয়টি। মূলত এই নিয়েই, বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করলেন আইএসএল ক্লাবের প্রতিনিধিরা।
বৈঠকে যোগ দিল ইস্টবেঙ্গল
বুধবারের বৈঠকে না থাকলেও, বৃহস্পতিবার ছিলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধি। কিন্তু, বুধবারের পর বৃহস্পতিবারও এই বৈঠকে ছিলেন না মোহনবাগানের কোনও প্রতিনিধি। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। ক্লাবগুলো একমত, তাদের হয়ে লড়াই করার জন্য একজন অভিজ্ঞ এবং সিনিয়র আইনজীবী নিয়োগ করতে হবে। সূত্রের খবর, প্রাথমিকভাবে এই আইনি লড়াইয়ের খরচ ধরা হয়েছে আনুমানিক ২৫ লক্ষ টাকা। এই খরচ পুরোটাই সমানভাগে ভাগ হবে আইএসএল ক্লাবগুলোর মধ্যে।
সুপ্রিম কোর্টে কী জানাবে ক্লাব জোট?
ক্লাবগুলোর তরফে কী দাবি জানানো হবে সুপ্রিম কোর্টে? প্রাথমিকভাবে ক্লাবগুলো জানাবে, এই মুহূর্তে আইএসএল শুরু না হলে ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমের সঙ্গে জড়িত সবাই কত ক্ষতিগ্রস্ত হবেন। দ্বিতীয়ত, ফেডারেশনের চলতি সংবিধানের বেশ কিছু শর্তে চরম আপত্তি রয়েছে এফএসডিএল-সহ ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে চাওয়া কোম্পানিগুলোর। শর্তগুলো বজায় থাকলে কোনও কমার্শিয়াল পার্টনার পাওয়া প্রায় অসম্ভব। সংবিধানের শর্তের এই বাস্তবতার কথাই ক্লাবগুলো সুপ্রিম কোর্টে তুলে ধরতে চাইছে।
অন্যদিকে, বুধবারের বৈঠকের ভিত্তিতে আইএসএল ক্লাবগুলোকে বৃহস্পতিবার একটি চিঠি দিল ফেডারেশন। সেই চিঠিতে, ১৮ নভেম্বর দিল্লির ফুটবল হাউসে দুপুর দুটোর সময় আইএসএল ক্লাবের সিইওদের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চেয়েছে ফেডারেশন। ১ জানুয়ারি থেকে ৩১ মে-র মধ্যে কীভাবে আইএসএল আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হবে। ফেডারেশন এই চিঠিতে আরও বলেছে, বৈঠকের পরের দিন, অর্থাৎ ১৯ নভেম্বর যাতে ফেডারেশনের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়, তার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। অন্যদিকে, ২৪ নভেম্বর দুপুর ১২টায় স্পেশ্যাল জেনারেল বডি মিটিং ডাকল ফেডারেশন।