Advertisement

ISL: ১০ কোটি টাকা দিয়ে আইএসএল আয়োজন করবে ক্লাবজোট, সই করল ইস্টবেঙ্গল?

ক্লাব জোটই আয়োজন করতে চলেছে এবারের আইএসএল (ISL)। তবে ক্লাব জোটের মধ্যে নেই ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদকে বাদ দিয়েই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে বৈঠক হয় ক্লাব জোটের। আইএসএল আয়োজন করতে চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) ১০ কোটি টাকা অনুদান দিতে চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের যুগ্মসচিবকে চিঠি পাঠাল ক্লাব জোট। 

আইএসএল ট্রফিআইএসএল ট্রফি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 2:39 PM IST

ক্লাব জোটই আয়োজন করতে চলেছে এবারের আইএসএল (ISL)। তবে ক্লাব জোটের মধ্যে নেই ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদকে বাদ দিয়েই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে বৈঠক হয় ক্লাব জোটের। আইএসএল আয়োজন করতে চেয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) ১০ কোটি টাকা অনুদান দিতে চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের যুগ্মসচিবকে চিঠি পাঠাল ক্লাব জোট। 

বৃহস্পতিবার বৈঠকে সিদ্ধান্ত হয়নি
বৃহস্পতিবার দুপুরে আইএসএলের ক্লাব এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। কিন্তু দীর্ঘ আলোচনাতেও কাটেনি আইএসএল-জট। বৃহস্পতিবার দুপুরের এই বৈঠকে। ফুটবলার থেকে সাধারণ ফুটবলপ্রেমী— আশা করেছিলেন এ দিনই হয়তো আশার আলো দেখা যাবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সমাধানের পথ বাতলে দিয়ে আইএসএল শুরুর দিন ঘোষণা করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। 

ক্লাবগুলোই আয়োজন করবে আইএসএল
উল্টে ক্লাবগুলিকেই ক্রীড়ামন্ত্রকের তরফে বলে দেওয়া হয়েছে, আইএসএল আয়োজন নিয়ে তাদের দীর্ঘ এবং স্বল্প মেয়াদি পরিকল্পনা ২৪ ঘণ্টার মধ্যে জমা দিতে। অর্থাৎ, প্রতিযোগিতা আয়োজনের জন্য কী ভাবে অর্থের সংস্থান হবে? লিগের রূপরেখা কী হবে? বিস্তারিত ভাবে জানাতে বলেছে ক্রীড়ামন্ত্রক। ক্লাবগুলির প্রস্তাব পাওয়ার পরেই তা সুপ্রিম কোর্টকে জানানো হবে সরকারের তরফে। 

ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে হবে টুর্নামেন্ট
ক্রীড়ামন্ত্রকের সঙ্গে আগের বৈঠকেই ক্লাবগুলি জানিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে ‘কনসোর্টিয়াম’ গড়ে দীর্ঘ মেয়াদি অর্থাৎ, ১৫ বছরের জন্য আইএসএল আয়োজন করতে চায়। একই সঙ্গে স্পষ্ট ভাবে জানিয়েছিল ফেডারেশনের গঠনতন্ত্রে বাণিজ্যিক বিধিনিষেধগুলি সংশোধন করতে হবে। কারণ কোনও সংস্থা স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগে রাজি নয়। যদিও ফেডারেশনের তরফে এ দিন জানিয়ে দেওয়া হয়েছে, নতুন ক্রীড়ানীতি রূপায়ণ না হওয়া পর্যন্ত গঠনতন্ত্র সংশোধন করা সম্ভব নয়। চব্বিশ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে চিঠি পাঠিয়ে দিল আইএসএলের ক্লাব জোট।এবার দেখার কবে শুরু হবে আইএসএল? মনে করা হচ্ছে জানুয়ারিতে না হলেও ফেব্রুয়ারিতে শুরু হতে পারে আইএসএল।  

Read more!
Advertisement
Advertisement