Advertisement

সংস্থা গড়ে ISL আয়োজনের প্রস্তাব ক্লাব জোটের, কেন সই করল না East Bengal

প্রিমিয়ার লিগের মতোই হোক আইএসএল। চাইছে ক্লাব জোট। শুক্রবার এ ব্যাপারে চিঠি দিল ১২টি ক্লাব। মূলত মোহনবাগান সুপার জায়েন্টের নেতৃত্বে জোট বেঁধেছে আইএসএল-এর সমস্ত ক্লাব। তবে এই প্রস্তাবের চিঠিতে সই করেনি ইস্টবেঙ্গল। যদিও কিছুই চূড়ান্ত করে বলার সময় আসেনি। তবে আইএসএল নিয়ে ক্লাবগুলির এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সমর্থকরা। 

আইএসএল ট্রফিআইএসএল ট্রফি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 7:01 AM IST

প্রিমিয়ার লিগের মতোই হোক আইএসএল। চাইছে ক্লাব জোট। শুক্রবার এ ব্যাপারে চিঠি দিল ১২টি ক্লাব। মূলত মোহনবাগান সুপার জায়েন্টের নেতৃত্বে জোট বেঁধেছে আইএসএল-এর সমস্ত ক্লাব। তবে এই প্রস্তাবের চিঠিতে সই করেনি ইস্টবেঙ্গল। যদিও কিছুই চূড়ান্ত করে বলার সময় আসেনি। তবে আইএসএল নিয়ে ক্লাবগুলির এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সমর্থকরা। 
ক্লাবগুলি ঐক্যমতে পৌঁছালেও সমস্যা হতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিয়ে। কারণ তারা এই প্রস্তাব নাও মানতে পারে। সেক্ষেত্রে ফের জটিলতা দেখা দেবে। ক্লাবগুলির আর্জি, বাণিজ্যিক স্থিতাবস্থার জন্য অবিলম্বে এই প্রতিযোগিতা শুরু করতে হবে। দরকার হলে অংশগ্রহণকারী ক্লাবগুলিই লিগ আয়োজন করতে রাজি বলে জানানো হয়েছে, যেমনটা হয়ে থাকে ইউরোপের বড় দেশের লিগগুলিতে।

কী আর্জি জানাল ক্লাবগুলি?

কিছুদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মণ্ডবের সঙ্গে আলোচনায় নিজেরা লিগ করার ব্যাপারে জানিয়েছিল ক্লাবগুলি। কোনও দিশা দেখাতে না পারলেও, ক্রীড়ামন্ত্রী সমস্ত ক্লাবকে প্রস্তুতি শুরু করতে বলে দিয়েছিলেন। আজ দেওয়াচিঠিতে আইএসএলের ক্লাবগুলি জানিয়েছে, গত ১১ বছর ধরে ফুটবলের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করেছে তারা। ক্ষতির পরোয়া না করে সুষ্ঠু কাঠামো এবং কেন্দ্রীয় লভ্যাংশ তৈরি করতে চেয়েছে। কিন্তু সাম্প্রতিক অনিশ্চয়তার কারণে ক্লাবগুলির অর্থ উপার্জনের সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। চুক্তি থাকা সত্ত্বেও স্পনসরেরাও একে একে সরে যাচ্ছে। ক্লাবগুলি লিখেছে, 'বেশিরভাগ ক্লাবই ফুটবলারদের বেতন দিয়ে গিয়েছে এবং সম্পর্ক ভাল রেখেছে। তবে এই পরিস্থিতি শুধু কঠিনই নয়, এই ভাবে চালিয়ে যাওয়া অসম্ভব।'

ক্লাবগুলির আর্জি, সাংবিধানিক জটিলতা মিটিয়ে দ্রুত নতুন করে টেন্ডার ডাকা হোক। সময়সীমা তৈরি করা হোক, যা মেনে চলতেই হবে। এই মাসের মধ্যেই সমস্যা মেটানোর আর্জি জানিয়েছে তারা। পাশাপাশি স্পষ্ট করে দিয়েছে, লিগ আয়োজন করতে হলে দরকারে ক্লাবগুলি মিলে নিজেরাই একটি সংস্থা তৈরি করবে, যারা লিগ চালাবে। সেখানে প্রত্যেক ক্লাবেরই সদস্য থাকবে এবং প্রতিটি সিদ্ধান্ত সব ক্লাবের অনুমতিতেই নেওয়া হবে। ইউরোপে ইংল্যান্ড, ইটালি, স্পেন-সহ সব বড় দেশে এ ভাবেই ঘরোয়া লিগ চালানো হয়। সেখানে দেশের ফুটবল সংস্থার বিশেষ ভূমিকা থাকে না। তারা শুধু কিছু বিষয়ে মতামত দিতে পারে। ক্লাবগুলি জানিয়েছে, দরকারে যে কোনও বিষয়ে তারা ফেডারেশনকে সাহায্য করার জন্য প্রস্তুত।

Advertisement

কেন সই করল না ইস্টবেঙ্গল?
 

এই চিঠিতে সই করেনি ইস্টবেঙ্গল। তারা গোড়া থেকেই বলে আসছে, লিগ আয়োজনের দায়িত্বে থাকতে রাজি নয়। ক্লাবকর্তা দেবব্রত সরকার বললেন, 'আমাদের বোর্ড মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছিল যে, আমরা আইএসএল আয়োজন করতে আসিনি। খেলতে এসেছি। আয়োজন করা আমাদের কাজ নয়। যারাই আয়োজন করুক আমাদের খেলতে বাধা নেই। আমরা চাই আইএসএল হোক। সবাই খেলুক। ভাল ভাবে হোক। কিন্তু আয়োজন করা আমাদের কাজ নয়।'

TAGS:
Read more!
Advertisement
Advertisement