Advertisement

Indian Football: 'শাসনব্যবস্থার সমস্যা সত্যিই গভীর' নাম না করে AIFF-কেই নিশানা ইস্টবেঙ্গল তারকার?

ভারতীয় ফুটবলে অন্ধকার। আইএসএল-এর ভবিষ্যৎ কী? জানে না ফেডারেশনও। আইএসএল-এর দায়িত্ব নেওয়ার জন্য দরপত্র চাওয়া হলেও আগ্রহ দেখায়নি কোনও সংস্থা। এমনকি যারা এতদিন লিগ চালাত সেই এফএসডিএলও হাত তুলে নিয়েছে। ফলে সমস্যা আরও বেড়ে গিয়েছে। এ কারণে নাম না করে ফেডারেশন কর্তাদেরই কাঠগড়ায় তুললেন ইস্টবেঙ্গলের দুই সিনিয়র তারকা। 

সৌভিক চক্রবর্তী ও দেবজিৎ মজুমদারসৌভিক চক্রবর্তী ও দেবজিৎ মজুমদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2025,
  • अपडेटेड 1:48 PM IST

ভারতীয় ফুটবলে অন্ধকার। আইএসএল-এর ভবিষ্যৎ কী? জানে না ফেডারেশনও। আইএসএল-এর দায়িত্ব নেওয়ার জন্য দরপত্র চাওয়া হলেও আগ্রহ দেখায়নি কোনও সংস্থা। এমনকি যারা এতদিন লিগ চালাত সেই এফএসডিএলও হাত তুলে নিয়েছে। ফলে সমস্যা আরও বেড়ে গিয়েছে। এ কারণে নাম না করে ফেডারেশন কর্তাদেরই কাঠগড়ায় তুললেন ইস্টবেঙ্গলের দুই সিনিয়র তারকা। 

ফুটবলার হিসেবে নিজেদের হাতাশার কথা প্রকাশ করেছেন সৌভিক চক্রবর্তী ও দেবজিৎ মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। সৌভিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আইএসএল বিডের ব্যর্থতা শুধু একটি ব্যবসার ধাক্কা নয়। আমার জন্য, এটা দেখায় যে ভারতীয় ফুটবল শাসনব্যবস্থার সমস্যা সত্যিই কতটা গভীর। এটা শুধু এক লিগের ব্যাপার না। ভারতীয় ফুটবলের শীর্ষ স্তর যখন অনিশ্চিত হয়ে দাঁড়ায়, তখন তা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সবকিছুকে প্রভাবিত করে।'

পাশাপাশি তিনি মনে করেন এই অবস্থার ফলে, শুধু ফুটবলাররা নন, ক্ষতিগ্রস্থ হবেন বিভিন্ন ক্লাবের সাপোর্ট স্টাফ, সমর্থক থেকে শুরু করে আরও অনেক মানুষ। সৌভিক আরও লিখেছেন, 'প্রতিটি ক্লাব এবং ম্যাচের পিছনে খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ, অগণিত ভক্ত, এবং অনেক মানুষ চুপচাপ পর্দার পিছনে কাজ করে খেলা বাঁচিয়ে রাখার জন্য। তাদের উপর অনেকটা নির্ভর করে।' এই অবস্থা থেকে কীভাবে ভারতীয় ফুটবলকে বের করে আনা যায়, সে ব্যাপারেও নিজের মতামত জানিয়েছেন সৌভিক। লিখেছেন, 'আমাদের এখন যা দরকার তা হল স্বচ্ছতা, পরিকল্পনা এবং ঐক্য।
খেলোয়াড় এবং পেশাদার থেকে ফ্যান এবং মাঠের বাইরে কাজ করা প্রত্যেকের আবেগের মূল্য দিয়ে খেলাকে এগিয়ে যেতে হবে। আমি সত্যিই আশা করি এই সমস্যাটি শীঘ্রই সমাধান হবে, ভারতীয় ফুটবলের ভবিষ্যতের জন্য, শুধু শীর্ষ স্তরের নয়।'

আরও পড়ুন

এর পাশাপাশি এ ব্যাপারে মুখ খুলেছেন সৌভিকের সতীর্থ দেবজিৎ মজুমদারও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'একজন খেলোয়াড় হিসেবে, আমার ভালোবাসার খেলাটা এত অনিশ্চয়তার মধ্যে আটকে থাকতে দেখে কষ্ট লাগে। ফুটবল সবসময়ই আমার মুক্তি, আমার আবেগ, আমার সবকিছু, কিন্তু যখন ভবিষ্যৎ অস্পষ্ট মনে হয়, তখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরও সমস্যা হয়। তবুও, আমরা খেলা চালিয়ে যাই, আশা করি খেলার প্রতি ভালোবাসা আমাদের পথ দেখাবে।'   

Advertisement
Read more!
Advertisement
Advertisement