এফসি গোয়ার (FC Goa) জয়ে সমস্যা বাড়ল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)। সবুজ-মেরুনের সঙ্গে মানেলো মার্কেজের দলের পয়েন্টের পার্থক্য মাত্র চার। যদিও দলেরই বাকি সাত ম্যাচ। সোমবার বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে জয় না পেলে বিপদ আরও বাড়বে মোহনবাগানের (Mohun Bagan)। অন্যদিকে চেন্নাইয়েন এফসির হারে সুবিধা হল ইস্টবেঙ্গলের (East Bengal)।
২-০ গোলে জিতল এফসি গোয়া
ইকার গুয়ারোটক্সেনা এবং আকাশ সাংওয়ান প্রথমার্ধের গোলে জয় পায় এফসি গোয়া। শনিবার রাতে এখানে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2024-25)-এ চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ের পর গোয়া ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ৩৭।
দারুণ গোল গ্যারোটক্সেনার
গ্যারোটক্সেনা ছয় গজ বক্সের ভিতরে তার তীক্ষ্ণ সচেতনতা দিয়ে খেলায় এফসি গোয়াকে এগিয়ে দিয়েছিলেন। একটি কর্নার অনুসরণ করে, বরিস সিং ডান ফ্ল্যাঙ্কে বল পান। চেন্নাইয়িন এফসি গোলরক্ষক মহম্মদ নওয়াজ একটি ক্রসে বিট হয়ে যান বরিস। ব্রিসন ফার্নান্দেস সুযোগটি কাজে লাগান কিন্তু তার শট বারে লেগে বেরিয়ে যায়। ১১তম মিনিটে গারোটক্সেনা বল পেয়ে টপ কর্নারে মারেন।
কোন দল কোথায় দাঁড়িয়ে?
১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ইস্টবেঙ্গল। ১৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেন্নাইয়েন। মাত্র ১ পয়েন্ট পেছনে অস্কার ব্রুজোর দল। তারা আবার খেলেছে ১৮ ম্যাচ। ফলে সুবিধে হল ইস্টবেঙ্গলের। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জিততে হবে তাদের। তবেই নয় নম্বরে থাকা পঞ্জাব এফসি-কে ছুঁয়ে ফেলবে ইস্টবেঙ্গল। যদিও পঞ্জাব এখনও ২টি ম্যাচ কম খেলেছে।
কাদের বিরুদ্ধে খেলবে গোয়া?
এফসি গোয়া তাদের পরবর্তী ম্যাচে ২ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি-এর বিরুদ্ধে খেলবে এবং চেন্নাইয়িন এফসি ৩০ জানুয়ারী কেরল ব্লাস্টার্স এফসি-এর বিরুদ্ধে মুখোমুখি হবে। ৩০ জানুয়ারির ম্যাচ ড্র হলে আরও সুযোগ বাড়বে ইস্টবেঙ্গলের।