ডার্বির (Kolkata Derby) আগেও, চোট-আঘাত সমস্যায় ভুগতে হচ্ছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। বিকল্প ফুটবলার না থাকায় অনভ্যস্ত জায়গায় খেলতে হচ্ছে ফুটবলারদের। মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ম্যাচে চোট পাওয়া আনোয়ার আলি (Anwar Ali) কি বড় ম্যাচে (Boro Match) খেলবেন? তা নিয়ে সংশয় ছিল। ইস্টবেঙ্গল কর্তারা আশার কথা বললেও, যা পরিস্থিতি তাতে, আনোয়ার হয়ত খেলতে পারবেন না। তবে চমক দিতে চাইছে ইস্টবেঙ্গল। কারণ শনিবার তাদের বেঞ্চে থাকছেন নতুন সই করা স্ট্রাইকার রিচার্ড সেলিস (Richard Celis)।
খেলতে পারবেন আনোয়ার?
আনোয়ার আলি টিমের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন। যদিও বৃহস্পতিবার মাঠে এলেও প্র্যাক্টিস করতে পারেননি। একটু খুঁড়িয়েই হাঁটতে দেখা গিয়েছে। ডার্বির প্রথম টিমে তাঁর থাকার কোনও সম্ভাবনাই নেই। এর মধ্যেই ভালো খবর, ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিস সরাসরি ওয়াহাটিতে চলে আসছেন টিমের সঙ্গে যোগ দিতে। শুরু থেকে না খেলানো হলেও তাঁকে টিমে রাখা হচ্ছে। মোহনবাগানের উপরে বাড়তি মানসিক চাপ তৈরির কৌশল।
চোট আছে সৌভিকেরও
শহরে পা দিয়েই ডার্বির মতো একটা হাই ভোল্টেজ ম্যাচে নেমে পড়লে কি সফল হওয়া যায়? অস্কাররেও প্রথম ম্যাচ ছিল, ডার্বি। ডাগ আউটে দাঁড়িয়েও দেখতে হয়েছিল দলের হার। এ নিয়ে অস্কার বললেন, 'আমি নিজেই থাকতে চেয়েছিলাম। ফুটবলারদের মনোবল বাড়াতে চেয়েছিলাম। টিমটাকে সেই প্রথম আমি দেখি। জানতাম, কিছুই হয়তো করতে পারব না। তার পরেও না করিনি।' শনিবার ভেনেজুয়েনার সেনিস কি হঠাৎ নেমে 'নায়ক' হয়ে যেতে পারেন কিনা তার উত্তর দেবে ভবিষ্যৎ। তার আগে ইস্টবেঙ্গল শিবিরকে বেশ চনমনেই দেখাচ্ছে। যদিও চোট-আঘাত রয়েছেই। ক্রেসপো খেলতে পারবেন না। সৌভিকের চোট রয়েছে। যদিও তিনি নিজে পুরো সময় খেলতে মরিয়া।
রেফারি নিয়েও চিন্তায় রয়েছে ইস্টবেঙ্গল
তবে রেফারি নিয়েও প্রশ্ন থাকছে। কোচ অস্কার তো বলেই ফেললেন, শনিবারের ম্যাচে আশা করি রেফারির সিদ্ধান্ত নিয়ে কিছু মন্তব্য করতে হবে না।' প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেকটাই ভালো খেলছে ইস্টবেঙ্গল। তা মেনে নিয়ে অস্কার বললেন, 'ড্রেসিংরুমে এমন কিছু কথা বলতে হচ্ছে যা টিমের মানসিকতা বদলের ক্ষেত্রে কাজ দিচ্ছে। তবে, ডার্বিতে পুরো ৯০ মিনিটই ভালো খেলতে হবে।'