Advertisement

Kolkata Derby: ডার্বির আগে বিরাট সমস্যায় ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

শনিবার কলকাতা লিগের ডার্বি। মরসুমের প্রথম বড় ম্যাচে নামার আগে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল। লিগে চার ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছে তারা। ডার্বির আগে ম্যাচ হেরে নামছে লাল-হলুদ। সেখানে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট পাওয়া মোহনবাগান সুপার জায়েন্ট মাঠে নামবে আত্মবিশ্বাস নিয়ে।

মোহনবাগান-ইস্টবেঙ্গলমোহনবাগান-ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2025,
  • अपडेटेड 11:32 AM IST

শনিবার কলকাতা লিগের ডার্বি। মরসুমের প্রথম বড় ম্যাচে নামার আগে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল। লিগে চার ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছে তারা। ডার্বির আগে ম্যাচ হেরে নামছে লাল-হলুদ। সেখানে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট পাওয়া মোহনবাগান সুপার জায়েন্ট মাঠে নামবে আত্মবিশ্বাস নিয়ে।

মর্যাদার লড়াইয়ে সিনিয়র দলের উপরই ভরসা রাখছে ইস্টবেঙ্গল। এমনিতে লিগে এখন রিজার্ভ দল খেলায় দুই প্রধানই। তবে লিগে পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর লাল-হলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ জানান, হাল শুধরে নেওয়ার জন্য সিনিয়র স্কোয়াড থেকে প্লেয়ার চাইবেন তিনি। প্রভাত লাকড়ার মতো সিনিয়র দলের সদস্যকে এবার আগেই দেখা গিয়েছে লাল-হলুদ জার্সিতে। তাছাড়া জেসিন টিকে, তন্ময় দাস, সুমন দের মতো ফুটবলাররাও এখন প্র্যাকটিস করেন সিনিয়র দলের সঙ্গেই। 

এবার ডার্বির জন্য তাঁদের সঙ্গে সিনিয়র দলের আরও ছয় ফুটবলারকে নথিভুক্ত করিয়েছে ইস্টবেঙ্গল। তাঁরা হলেন দেবজিৎ মজুমদার, ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, মার্তণ্ড রায়না, লালরামসাঙ্গা এবং মার্ক জোথানপুইয়া। এর মধ্যে রামসাঙ্গা ও মার্ক দু'জন বৃহস্পতিবার রিজার্ভ দলের অনুশীলনেও ছিলেন। দেবজিৎ, ডেভিড, এডমুন্ড ও মার্তণ্ড বুধবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে লাল-হলদের প্রথম একাদশে ছিলেন। ফলে এদিন ছুটি দেওয়া হয়েছিল তাঁদের। শুক্রবার সকালে ডার্বির শেষ প্রস্তুতি সারবে ইস্টবেঙ্গল। সেখানে দেখা যেতে পারে এই চার ফুটবলারকে। 

প্রাথমিকভাবে পিভি বিষ্ণুকেও ডার্বির আগে কলকাতা লিগের দলে নথিভুক্ত করার ভাবনা ছিল লাল-হলুদের। তবে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে চোট পাওয়ায় আপাতত মাঠের বাইরে তিনি। কেরল থেকে আশিক নামে এক স্ট্রাইকারকে কোচ বিনো নিয়ে এলেও ডার্বির আগে তাঁকে স্কোয়াডে নথিভুক্ত করা হয়নি।

মোহনবাগানের জার্সিতেও সিনিয়র দলের কয়েকজনকে দেখা যেতে পারে। কিয়ান নাসিরি, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স ও অভিষেক সূর্যবংশীর নাম লিগের দলে নথিভুক্ত করিয়েছে সবুজ-মেরুন। কিয়ান, সুহেল, দীপেন্দু ও গ্লেন সপ্তাহখানেক ধরেই রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করছেন। তবে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি তাঁরা। অভিষেক বৃহস্পতিবার অনুশীলন করেন সিনিয়র দলের সঙ্গেই।
অন্যদিকে, এবার কলকাতা লিগের ডার্বি পরিচালনার দায়িত্বে থাকছেন ভিনরাজ্যের রেফারি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement