Advertisement

Kolkata Derby: 'বিশ্বের কোথাও...' ডার্বি গুয়াহাটিতে সরে যাওয়া নিয়ে বিস্ফোরক ব্রাজিলিয়ান তারকা

কলকাতা থেকে সরে গিয়েছে ডার্বি ম্যাচ। শনিবার গুয়াহাটিতে হবে ম্যাচ। এ নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিছু না বললেও, মুখ খুলেছেন তারকা স্ট্রাইকার ক্লেইটন সিলভা। পৃথিবীর অন্য কোনও দেশে এমনটা হয় না বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। গঙ্গাসাগর মেলার জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সে কারণেই কলকাতায় হচ্ছে না এবারের ডার্বি।

 ইস্ট বেঙ্গল আই প্লে অফ পুশ হিসাবে গুয়াহাটি কলকাতা ডার্বি হোস্ট করবে ইস্ট বেঙ্গল আই প্লে অফ পুশ হিসাবে গুয়াহাটি কলকাতা ডার্বি হোস্ট করবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jan 2025,
  • अपडेटेड 12:49 PM IST

কলকাতা থেকে সরে গিয়েছে ডার্বি ম্যাচ। শনিবার গুয়াহাটিতে হবে ম্যাচ। এ নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিছু না বললেও, মুখ খুলেছেন তারকা স্ট্রাইকার ক্লেইটন সিলভা। পৃথিবীর অন্য কোনও দেশে এমনটা হয় না বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। গঙ্গাসাগর মেলার জন্য অতিরিক্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, সে কারণেই কলকাতায় হচ্ছে না এবারের ডার্বি।

ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন সিলভা বলছেন, 'দুর্ভাগ্যজনক। পৃথিবীর কোনও দেশে এমন হয় না। ব্রাজিলে ডার্বির শহর পরিবর্তন ভাবা যায় না। খারাপ লাগছে দু’দলের সমর্থকদের জন্য। কার্যত ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে, যা ফুটবলের ভালো বিজ্ঞাপন নয়।'  ইস্টবেঙ্গল শুক্রবার সন্ধ্যার বিমানে গুয়াহাটি পৌঁছবে । তার আগে রক্ষণ থেকে মাঝমাঠের মধ্যে শক্তপোক্ত বাঁধন দেওয়ার প্রস্তুতি অস্কার ব্রুঁজোর কোচিংয়ে । সাজঘরের যাবতীয় অস্ত্রে শান দিয়ে ডার্বির চ্যালেঞ্জ সামলাতে চাইছেন । অন্যদিকে, লাতিন আমেরিকার দেশ থেকেই মাদিহ তালালের বিকল্প খুঁজে নিয়েছে কলকাতার ক্লাব ৷ ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার রিচারেড এনরিকে সেলিস স্যাঞ্চেজকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল ৷ যদিও ডার্বির আগে তিনি শহরে আসছেন না ৷

খেলতে পারবেন আনোয়ার?
মুম্বই সিটি এফসি ম্যাচের পর, হুইলচেয়ারে করে মাঠ ছেড়েছিলেন আনোয়ার আলি। সেই সময় থেকেই ইস্টবেঙ্গল সমর্থকদের আশঙ্কা ছিল তিনি ডার্বি খেলতে পারবেন কিনা। বুধবারের অনুশীলনে আনোয়ারকে মাঠের বাইরে থাকতে দেখে সেই আশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। তবে চিকিৎসকদের পরামর্শে, দুই দিন বিশ্রাম নিয়েছিলেন। লাল-হলুদ রক্ষণের স্তম্ভ আনোয়ারের চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। তিনি ডার্বিতে খেলতে পারবেন।

অনুশীলনে যোগ দিলেন সল ক্রেসপো
চোট পাওয়ায় চিকিৎসার জন্য় স্পেনে ফেরত গিয়েছিলেন মিডফিল্ডার সল ক্রেসপো। অনুশীলনে যোগ দিলেও, তিনি খেলার মতো জায়গায় নেই। কবে তিনি ফিট হবেন সেটাও এখনই বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে, আরও বেশ কিছুটা সময় লাগবে সলের ফিট হতে।        

Advertisement

Read more!
Advertisement
Advertisement