Advertisement

Kolkata Derby: 'আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা নিশ্চিত পেনাল্টি', রেফারির উপর ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ

আবার ডার্বিতে হার। আইএসএল-এর দ্বিতীয় ডার্বিতেও হেরেই মাঠ ছাড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। হারের পর, তবে দলের ফুটবলারদের পাশাপাশি রেফারিকেও দুষলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। রেফারির সিদ্ধান্ত নিয়ে বারেবারেই প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল। শনিবারের ডার্বিতেও দেখা গেল একই ঘটনা।

পেনাল্টির ঘটনা ও অস্কার ব্রুজোপেনাল্টির ঘটনা ও অস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2025,
  • अपडेटेड 11:33 AM IST

আবার ডার্বিতে হার। আইএসএল-এর দ্বিতীয় ডার্বিতেও হেরেই মাঠ ছাড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। হারের পর, তবে দলের ফুটবলারদের পাশাপাশি রেফারিকেও দুষলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। রেফারির সিদ্ধান্ত নিয়ে বারেবারেই প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল। শনিবারের ডার্বিতেও দেখা গেল একই ঘটনা।

ম্যাচের পর অস্কার বলেছেন, 'আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান সুবিধে পেয়েই মাচ্ছে। সৌভিক কিছুতেই আজ দুটো হলুদ কার্ড দেখে না। রেফারি লাল কার্ড দেখিয়ে ঠিক করেননি। দল হিসেবে আমরা খারাপ না। কিন্তু রোজ কারও না কারও চোট। না হলে কার্ড সমস্যা। বেশ কয়েকটা ম্যাচে ব্যক্তিগত কিছু ভুলের জন্য হেরেছি।'   

হিজাজি মাহেরের ভুলে পরপর দুই ম্যাচে গোল খেয়ে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। মুম্বই সিটি এফসি-র পর মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচেও মাত্র দুই মিনিটে গোল খেতে হয়েছে লাল-হলুদকে। খেলোয়াড়দের এই ভুল করার প্রবণতা কবে শোধরাবে? প্রশ্নটা শুনেই একটু থমকালেন অস্কার। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, 'খেলোয়াড়দের উপর বিশ্বাস করা ছাড়া উপায় নেই। তবে ম্যাচের পর ম্যাচ একই ভুল আমরা করে চলেছি। একই রকম পরিস্থিতি তৈরি হয়ে চলেছে। রেফারির সিদ্ধান্তও আমাদের পক্ষে যাচ্ছে না। তবু শেষ দিকে আমরা ওদের চেপে ধরেছিলাম। সেট-পিসের সাহায্যে ওদের বেশ সমস্যায় ফেলে দিয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। শেষ পর্যন্ত শূন্য পয়েন্ট নিয়ে ফিরতে হবে।'

হেরে ইস্টবেঙ্গল ১১ নম্বরেই থাকল। ছ’নম্বরে থাকা মুম্বই সিটির থেকে এখনই তারা নয় পয়েন্টে পিছিয়ে। অস্কার প্রথম ছয়ের দিকে চোখ রাখতে চাইছেন না। বললেন, 'আমি ছেলেদের পারফরম্যান্স নিয়ে খুশি। ছোটখাটো ভুলগুলো ছাড়া আমরা খারাপ খেলিনি। অনেক ফুটবলারের চোট রয়েছে। সাউল (ক্রেসপো), মহম্মদ (রাকিপ) ফিরলে দলটা শক্তিশালী হবে। নতুন একজন ফুটবলারও এসেছে। আমি এখনই প্রথম ছয়ের কথা ভেবে মাথায় বোঝা চাপাতে চাই না। বাকি ম্যাচগুলোর মধ্যে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জেতাই আমার লক্ষ্য।'
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement