একদিকে ডার্বি (Kolkata Derby) জেতার হ্যাটট্রিক আর অন্যদিকে প্রতিশোধ নেওয়ার শপথ। এই আবহেই আজ আইএফএ শিল্ডের (IFA Shield) ফাইনাল। তাও আবার ডার্বি। এই ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) বড় ফ্যাক্টর হতে পারেন জাপানি ফুটবলার হিরোশি। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) জেতার অস্ত্র ভারতীয় দলের ফুটবলাররা।
দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই। শেষ সাক্ষাতে জিতেছিলেন ব্রুজো। মোলিনার কাছে বদলার ম্যাচ। একটা ম্যাচ জিতলেই সমর্থকদের হতাশা উধাও হয়ে যাবে। ভালই জানেন কোচ, ফুটবলাররা। অন্যদিকে চিরশত্রুকে হারিয়ে ট্রফি জয়ের স্বাদ বহু বছর পায়নি ইস্টবেঙ্গল। শনি রাতেই সেই স্বপ্ন পূরণ করতে চান সৌভিকরা।
রবসনের দৌড় থামাতে ছক সাজাচ্ছেন স্প্যানিশ কোচ। অভিষেক হতে জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকির। জাতীয় দল থেকে ফেরা আনোয়ার, মহেশরা বেশ চনমনে। মোহনবাগানের আক্রমণ রুখতে কেভিন সিবিলেদের উপর বাড়তি দায়িত্ব দিচ্ছেন ব্রুজো। মিগুয়েল ডুরান্ড ডার্বিতে বেশ ভাল ফুটবল খেলেছিলেন। শিল্ডের ফাইনালেও তাঁকে ঘিরে আশা মশাল বাহিনীর। হামিদ আহদাদ, সাউল ক্রেসপো, মহম্মদ রাশিদরা দলের ইউএসপি। বাবা মারা যাওয়ায় আগের ডার্বিতে মাঠে ছিলেন না প্যালেস্তাইনের মিডিও রাশিদ।
অন্যদিকে মোহনবাগান শনিবার ডার্বি অভিষেক হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার রবসন রোবিনহোর। ইস্টবেঙ্গল জার্সিতে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও, সবুজ-মেরুন জার্সিতে বড় ম্যাচে অভিষেক হতে চলেছে রাহুল ভেকের। পেত্রাতোস, ম্যাকলারেন, কামিন্সরা একাংশ সমর্থকদের কাছে এখন ভিলেন। অভিমান ভেঙে শনিবার সবুজ-মেরুন জনতার মুখে হাসি ফোটাতে চান বাগান ফুটবলাররা।
দুই দলে কারা থাকতে পারেন?
ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ- শুভমন গিল, কেভিন সিবিলে, আনোয়ার আলি, জয় গুপ্তা, মহম্মদ রাকিপ, সৌভিক চক্রবর্তী, মহম্মদ রাশিদ , আদিল রশিদ/ সল ক্রেসপো, বিপিন সিং, নাওরেম মহেশ সিং, হিরোশি/ হামিদ আহদাদ
মোহনবাগান সুপার জায়েন্টের সম্ভাব্য একাদশ- বিশাল কাইত, আলবার্তো রড্রিগেজ, টম অলড্রেড, মেহতাব সিং, শুভাশিস বসু, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, আপুইয়া রালতে, রবসন রবিনহো, জেমি ম্যাকলারেন, কিয়ান নাসিরি