Advertisement

Kolkata Derby: বুধবার ফের ইস্টবেঙ্গল vs মোহহনবাগান, কখন-কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

ফের ডার্বি। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুপুর আড়াইটের সময় শুরু হবে এই ম্যাচ। চার ম্যাচ খেলে ইতিমধ্যেই শীর্ষে রয়েছে মোহনবাগান। দুই নম্বরে ইস্টবেঙ্গল। বুধবারের ম্যাচ জিততে পারলে, মোহনবাগানকে ধরে ফেলবে লাল-হলুদ।

কলকাতা ডার্বিকলকাতা ডার্বি
Aajtak Bangla
  • নৈহাটি,
  • 28 Jan 2025,
  • अपडेटेड 7:44 PM IST

ফের ডার্বি। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দুপুর আড়াইটের সময় শুরু হবে এই ম্যাচ। চার ম্যাচ খেলে ইতিমধ্যেই শীর্ষে রয়েছে মোহনবাগান। দুই নম্বরে ইস্টবেঙ্গল। বুধবারের ম্যাচ জিততে পারলে, মোহনবাগানকে ধরে ফেলবে লাল-হলুদ।

কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
ইউটিউবে ফ্রিতে দেখা যাবে এই ম্যাচ। দুপুর আড়াইটে থেকে rfyouthsports চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। আইএসএল-এর ডার্বিতে দুই লেগেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এবার যুব দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার। পূর্বাঞ্চল থেকে ছয়টি দল অংশ নিয়েছে। চার ম্যাচে ইতিমধ্যেও ১০ পয়েন্ট তুলে নিয়েছে সবুজ-মেরুন। আর ইস্টবেঙ্গল দুই নম্বরে আছে ৭ পয়েন্ট নিয়ে। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মহমেডান স্পোর্টং। 

প্রথমবার এই টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।   

Read more!
Advertisement
Advertisement