Advertisement

Kolkata Derby: মোহনবাগানের বড় ক্ষতির সম্ভাবনা, ডার্বি কোথায় হবে? ব্যাপক জটিলতা

ডার্বি (Kolkata Derby) আয়োজন নিয়ে জটিলতার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) জন্য যুবভারতীতে ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যা অবধি গুয়াহাটি পুলিশের পক্ষ থেকে ডার্বি (Mohun Bagan vs East Bengal) আয়োজন নিয়ে সবুজ সংকেত না পাওয়ায় টিকিট বিক্রি শুরু করতে পারেনি মোহনবাগান। একে কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়া, অন্যদিকে গুয়াহাটিতে ম্যাচ করার ব্যাপারে নিশ্চয়তা না পাওয়া সব মিলিয়ে বড় সমস্যায় সবুজ-মেরুন।

আইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছেআইএসএল ডার্বির টিকিট কবে? যা জানা যাচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 4:48 PM IST

ডার্বি (Kolkata Derby) আয়োজন নিয়ে জটিলতার জেরে বিরাট আর্থিক ক্ষতির মুখে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) জন্য যুবভারতীতে ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। মঙ্গলবার সন্ধ্যা অবধি গুয়াহাটি পুলিশের পক্ষ থেকে ডার্বি (Mohun Bagan vs East Bengal) আয়োজন নিয়ে সবুজ সংকেত না পাওয়ায় টিকিট বিক্রি শুরু করতে পারেনি মোহনবাগান। একে কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়া, অন্যদিকে গুয়াহাটিতে ম্যাচ করার ব্যাপারে নিশ্চয়তা না পাওয়া সব মিলিয়ে বড় সমস্যায় সবুজ-মেরুন।

কত টাকা ক্ষতির মুখে পড়তে হচ্ছে মোহনবাগানকে?
গত মরসুমের আইএসএলের ডার্বিতে মোহনবাগান ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিল টিকিট বিক্রি থেকে। যা আইএসএলের (ISL) ইতিহাসে সর্বোচ্চ। এবার যুবভারতীতে ডার্বি হলে টিকিট বিক্রি করে তার থেকেও বেশি টাকা তোলার টার্গেট করেছিল মোহনবাগান। কিন্তু ম্যাচ গুয়াহাটিতে সরে যাওয়ায় টিকিট বিক্রির টাকা তো আসবেই না, উল্টে অসমে টিম নিয়ে যাওয়া-আসার খরচ, রেফারিদের থাকা-খাওয়ার জন্য বাড়তি খরচে অনেক টাকাই ঢালতে হবে। বাইরে ম্যাচ সংগঠন করতে নিয়ে যেতে হবে একটা বিশাল টিমকেও। তার জন্যও খরচ বাড়বে প্রচুর। সব মিলিয়ে ডার্বিতে কোটি টাকার বেশি লোকসান হবে সবুজ মেরুনের। 

গুয়াহাটি যাওয়া নিয়েও সমস্যা
সদস্য সমর্থকরা প্রিয় দলের সমর্থনে মাঠে আসবেন, গলা ফাটাবেন এটাই স্বাভাবিক। তবে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেনে বুকিং মিলছে না। ফ্লাইটের ভাড়াও আকাশছোঁয়া। প্রচুর পর্যটক এই সময়টা উত্তরবঙ্গে ঘুরতে যান। অনেকে আবার উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও যান। ফলে ট্রেন বা ফ্লাইট কোনওভাবেই সাধারণ সমর্থকদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। এ নিয়ে হতাশ সবুজ-মেরুন ফুটবলাররাও। 

এই ম্যাচকে অ্যাওয়ে ম্যাচ হিসেবেই ধরছে মোহনবাগান
মোহনবাগানের স্প্যানিশ কোচ হোসে মোলিনা টিমের ছেলেদের এটা অ্যাওয়ে ম্যাচ ধরেই মানসিক প্রস্তুতি নিতে বলে দিয়েছেন। মোলিনার স্বস্তি, তিনি এই ম্যাচে আশিক কুরুনিয়ন ছাড়া পুরো টিমই পাচ্ছেন। পুরো ফিট হয়ে সল্টলেকে পুরোদমে প্র্যাক্টিস করছেন দিমিত্রি পেত্রাতোস ও গ্রেগ স্টুয়ার্ট। ফলে ফরোয়ার্ড লাইনে ডার্বিতে মোলিনার হাতে অনেক অপশন। ১০ জানুয়ারি কলকাতাতে প্র্যাক্টিস করে গুয়াহাটি যাবেন শুভাশিস বসুরা।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement