ডার্বিতে (Kolkata Derby) কোনও দলই ফেবারিট নয়, মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে নামার আগে তাই হারতে নারাজ মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। দলের সহকারী কোচ মেহেরাজউদ্দীন ওয়াডু মনে করছেন, তাঁর দল লড়াই চালিয়ে যাবে। আইএসএলে (ISL) শুরুর দিকে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছিলেন মহমেডানের ফুটবলাররা। যত সময় গড়িয়েছে ততই খেই হারিয়েছে দল।
মাঠের বাইরেও সমস্যায় মহমেডান
বেশ কিছু সমস্যাও দেখা গিয়েছে মহমেডান দলের অন্দরমহলে। লিগের মাঝে পদত্যাগ করেছেন দলের হেড কোচ আন্দ্রে চেরনিশড। পরে আবার ফিরে আসার কথাও জানিয়েছেন। পাশাপাশি ফুটবলারদের বেতন সমস্যায় বন্ধ হয়েছে অনুশীলনও। সবমিলিয়ে প্রথম মরসুম খেলতে নেমে কোনও কিছুই মহমেডানের জন্য ফলপ্রসূ হল না। এর মধ্যেই শনিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। গতবার ডাবিতে ০-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল মহমেডান। তবে এই ডার্বিতে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের।
অনুশীলনে গোল মার্কের
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মহমেডানের সহকারী কোচ মেহরাজউদ্দীন ওয়াডু বলেন, 'ডার্বি ম্যাচ সবসময়ই হাড্ডাহাড্ডি। আমার দলের ফুটবলাররাও এই ম্যাচে ভালো ফল করার জন্য মুখিয়ে রয়েছে'। সেইমতই শুক্রবার অনুশীলনেও দেখা গেলো বেশ চনমনে মেজাজেই রয়েছেন কাসিমভরা। দুটি দলে ভাগ করে বেশ কিছুক্ষণ আক্রমণাত্মক ফুটবলের মহড়াও সারলেন সকল ফুটবলাররা। যেহেতু শনিবার ডার্বি, ফলে আগেরদিন হালকা অনুশীলনই করালেন মেহরাজউদ্দীন তার দলের ফুটবলারদের। অপরদিকে সদ্য অনুশীলন শুরু করেছেন নতুন বিদেশি ফরোয়ার্ড মার্ক আন্দ্রে। শুক্রবার অনুশীলনে তাঁকেও দেখা গেলো বেশ কয়েকটি গোল করতে।
নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা মহমেডান ফুটবলারদের
লিগের এক নম্বর দল মোহনবাগান। ডার্বিতে খেলতে নামার আগে সেই বিষয়ে মেহরাজউদ্দীন বলেন, 'আমরা এই বছর প্রথমবার আইএসএল খেলছি। জানি মোহনবাগান এক নম্বরে রয়েছে আর আমরা সবার শেষে রয়েছি। তবে ডার্বি সবসময় ৫০-৫০। সমর্থকদের একটা প্রত্যাশা থাকবে আর আমি জানি আমার দলের ফুটবলাররা সমর্থকদের জন্য নিজেদের উজাড় করে দেবেন'। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিফেন্ডার ফ্রেনডেন্ট ওগিয়ের। ম্যাচ নিয়ে তিনিও বলেন, 'আমরা সবাই চাইবো ডার্বি ম্যাচটা ভালো খেলে সমর্থকদের মুখে হাসি ফোটাতে'। অনুশীলন শেষে মহামেডানের নতুন ফরওয়ার্ড মার্ক আন্দ্রে জানিয়েছেন, 'আমি সমর্থকদের মাঝে এই ডার্বি ম্যাচটা খেলতে মুখিয়ে রয়েছি।';