Advertisement

Kolkata Derby: দলে নেই রড্রিগেজ, মহমেডানের বিরুদ্ধে মোহনবাগানের দল কেমন?

শনিবার ফের ডার্বি (Kolkata Derby) ম্যাচ। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। অন্যদিকে, ১৭ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting)। অর্থাৎ, লিগ টেবিলে (ISL League Table) প্রথম এবং শেষের লড়াই। বিভিন্ন সমস্যায় জর্জরিত মহমেডানকে দুমড়ে দেওয়ার সুযোগ হোসে মলিনার (Jose Molina) সামনে। তবে স্প্যানিশ কোচ বাড়তি সতর্ক। 

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Feb 2025,
  • अपडेटेड 2:18 PM IST

শনিবার ফের ডার্বি (Kolkata Derby) ম্যাচ। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। অন্যদিকে, ১৭ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting)। অর্থাৎ, লিগ টেবিলে (ISL League Table) প্রথম এবং শেষের লড়াই। বিভিন্ন সমস্যায় জর্জরিত মহমেডানকে দুমড়ে দেওয়ার সুযোগ হোসে মলিনার (Jose Molina) সামনে। তবে স্প্যানিশ কোচ বাড়তি সতর্ক। 

চাপে আছেন মলিনাও
ম্যাচের আগে মোলিনার মন্তব্য, 'ওদের হারানোর কিছুই নেই। হাল্কাভাবে নিলে ডুবতে হবে।' আসলে বেশ চাপেই রয়েছেন মোহনবাগান কোচ। দুই নম্বরে থেকে মোহনবাগানকে তাড়া করছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া (FC Goa)। তাই কোনওমতেই পয়েন্ট হারানো চলবে না। তবে এই ম্যাচ জিততে পারলে গোয়ার উপর পাল্টা চাপ যে বাড়বে তা বলাই বাহুল্য। তার উপর, চোটের কারণে মিনি ডার্বিতে অনিশ্চিত আলবার্তো রড্রিগেজ (Alberto Rodriguez)। স্প্যানিশ ডিফেন্ডার ম্যাচের আগেরদিনও অনুশীলনে নামেননি। 

দলে নেই আলবার্তো 
চলতি টুর্নামেন্টে ১০ টি ম্যাচে ক্লিনশিট বজায় রেখেছে মোহনবাগান। ডিফেন্সে টম আলড্রেড আর আলবার্তোর জুটি দলের রক্ষণের পিলার। দুর্গরক্ষা ছাড়া লক্ষ্যভেদেও দক্ষ তারা। আলবার্তো না থাকলে আলড্রেডকে বাড়তি দায়িত্ব নিতে হবে। কারণ দীপেন্দু বিশ্বাসকে (Dipendu Biswas) স্টপারে ফেরানো হতে পারে। মাঝমাঠে মোহনবাগানের প্রচুর অপশন। আপুইয়া রালতে, লিস্টন কোলাসো, মনবীর সিং-এর সঙ্গে গ্রেগ স্টুয়ার্টকে খেলানোর পরিকল্পনা ম্যানেজমেন্টের। পাশাপাশি শুরুতেই জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেনকে নামিয়ে প্রতিক্ষকে চাপে ফেলতে চায় থিঙ্কট্যাঙ্ক। তবে দল নিয়ে ধোঁয়াশা রাখলেন মলিনা। গোলরক্ষক বিশাল কাইথ ডার্বিতে নামার আগে বলেন, 'সতীর্থদের উপর ভরসা আছে। গোটা দল প্রস্তুত।' মোহনবাগান গোলরক্ষক এবারও যা ফর্মে তাতে গোল্ডেন গ্লাভস পেতেই পারেন।

কেমন হতে পারে মোহনবাগানের দল?
বিশাল কাইত, টম আলড্রেড, দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বসু, আশিস রাই, আপুইয়া, লিস্টন কোলাসো, মনবীর সিং, গ্রেগ স্টুয়াট, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন

Advertisement
Read more!
Advertisement
Advertisement