Advertisement

Kolkata Derby: ডার্বিতে মহিলাদের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ, টিকিটে ছাড় দিচ্ছে IFA

শনিবার কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। কল্যাণীতে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচে টিকিটে বিশেষ ছাড় পাবেন মহিলারা। এমনটাই ঘোষণা করল আইএফএ। প্রসাশনের সঙ্গে কথা বলে, মহিলাদের আরও বেশি করে মাঠমুখি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা ডার্বিকলকাতা ডার্বি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2025,
  • अपडेटेड 6:40 AM IST

শনিবার কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল। কল্যাণীতে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচে টিকিটে বিশেষ ছাড় পাবেন মহিলারা। এমনটাই ঘোষণা করল আইএফএ। প্রসাশনের সঙ্গে কথা বলে, মহিলাদের আরও বেশি করে মাঠমুখি করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টিকিট বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে এই ছাড় দিলে যারা আগে টিকিট কেটেছেন, তাদের ক্ষেত্রে কী হবে তা যদিও জানানো হয়নি। 

কী ছাড় পাবেন মহিলারা?
ডার্বি ম্যাচে টিকিটের দাম করা হয়েছিল ১৫০ টাকা। তবে মহিলা সমর্থকদের আরও বেশি করে ফুটবল দেখতে উৎসাহিত করতে বিশেষ পদক্ষেপ নিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। সিদ্ধান্ত হল, ১৫০ নয় ১০০ টাকায় টিকিট পাবেন মহিলারা। অর্থাৎ ৫০ টাকা ছাড় পাওয়া যাবে টিকিটে। ১০০০০ মানুষ ম্যাচ দেখতে পারেন কল্যাণীতে। যার মধ্যে ৮০০০ টিকিট সাধারণ মানুষের জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রথম পর্যায়ের বিক্রি প্রায় শেষ হওয়ার পথে। এরপরেই আইএফএ-এর এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া ফুটবল মহলে।

বুধবার রাতে আইএফএ-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ডার্বি ম্যাচ সংক্রান্ত বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আইএফএ কে মহিলা দর্শকদের মাঠে আনার বিষয়ে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলেন। তার ফলে অবাঞ্ছিত হিংসা কম হবে বলে তাঁর মত। তাঁর সেই পরামর্শ মাথায় রেখেই আইএফএ মহিলা দর্শকদের মাঠে আসার জন্য উৎসাহিত করতে আগামী শনিবার কল্যাণী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচে মহিলা দর্শকদের জন্য ১৫০ টাকা মূল্যের টিকিটে ছাড় দিয়ে ১০০ টাকা করা হয়েছে। এর ফলে মহিলা দর্শকরা আরও বেশি সংখ্যায় মাঠে আসার জন্য উৎসাহিত হবেন বলে আশা আইএফএর।    

তবে ইতিমধ্যেই যারা টিকিট কেটে ফেলেছেন তাঁরা এই সুবিধা পাবেন কিনা, বা তা কীভাবে পাবেন সে ব্যাপারে বিস্তারিত করে জানানো হয়নি বিবৃতিতে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement