Advertisement

Durand Cup Derby : জল্পনার অবসান, রবিবারই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

কবে হবে ডুরান্ডের ডার্বি? অবশেষে জানা গেল তারিখ। ১৭ অগাস্ট অর্থাৎ রবিবারই কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

Derby Derby
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 11:07 PM IST
  • কবে হবে ডুরান্ডের ডার্বি?
  • অবশেষে জানা গেল তারিখ

কবে হবে ডুরান্ডের ডার্বি? অবশেষে জানা গেল তারিখ। ১৭ অগাস্ট অর্থাৎ রবিবারই কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতার যুবভারতীতে সন্ধে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ।

ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে নর্থইস্ট ইউনাইটেড এবং বড়োল্যান্ডের মধ্যে। এই দুটি ম্যাচ হবে ১৬ অগাস্ট। পরদিন ১৭ অগাস্ট জামসেদপুরে ডায়মন্ড হারবার এফসি ও জামসেদপুর। আর ডুরান্ডের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ হবে সেদিনই সন্ধে সাতটা থেকে। 

প্রথমে যদিও শোনা গিয়েছিল, রবিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার ও ইস্টবেঙ্গল। সেদিনই মোহনবাগান ও জামসেদপুর এফসির মুখোমুখি হওয়ার কথা কানে আসছিল। কিন্তু পরে চূড়ান্ত সূচিতে কর্তৃপক্ষ জানিয়ে দেয়, দুই প্রধান দলই মুখোমুখি হচ্ছে কোয়ার্টারে। সুতরাং কোয়ার্টার ফাইনাল থেকেই এক দলের বিদায় নিশ্চিত। 

এবার মপরসুম ভালোই শুরু করেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গ্রুপ এ থেকে ৩ ম্যাচের সবকটিতেই  জিতে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ বি থেকেও মোহনবাগান অপরাজিত থেকেছে। 

গ্রুপের প্রথম ম্যাচে পাঁচ গোল দিয়েছে ইস্টবেঙ্গল। আবার শেষ ম্যাচে ৬ টি গোল দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। পিছিয়ে নেই মোহনবাগানও। লিস্টন কোলাসো অসাধারণ ফর্মে রয়েছেন। গ্রুপেই পাঁচ গোল করেছেন তিনি। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, ডুরান্ডের এই ডার্বিই মরশুমের প্রথম বড় ম্যাচ।
 

Read more!
Advertisement
Advertisement