Advertisement

Kolkata League: কলকাতা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল? ফাইনাল রাউন্ড নিয়েও অনিশ্চয়তা

কলকাতা লিগের (Kolkata League) ফাইনাল রাউন্ডের সূচি অবশেষে ঘোষণা করেছে আইএফএ (IFA)। তবুও বাকি দুটি ম্যাচ ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি।  ১৩ ও ১৮ ফেব্রুয়ারি এই দুই ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও, স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনগুলোতে তারা স্টেডিয়াম ব্যবহার করতে দিতে পারবে না।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 11:49 AM IST

কলকাতা লিগের (Kolkata League) ফাইনাল রাউন্ডের সূচি অবশেষে ঘোষণা করেছে আইএফএ (IFA)। তবুও বাকি দুটি ম্যাচ ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি।  ১৩ ও ১৮ ফেব্রুয়ারি এই দুই ম্যাচ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও, স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনগুলোতে তারা স্টেডিয়াম ব্যবহার করতে দিতে পারবে না। 

এর ফলে কলকাতা লিগের ভবিষ্যৎ নিয়ে এখন নতুন ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। যদি ম্যাচ না হয়, তাহলে শীর্ষে থাকা ইস্টবেঙ্গল (East Bengal) কী সম্ভাব্য চ্যাম্পিয়ন? সেই নিয়েও প্রশ্ন উঠছে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে। ১৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ও ডায়মন্ডহারবার এফসির (Diamond Harbour FC) মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল আইএফএ। অন্যদিকে, ১৮ ফেব্রুয়ারি ডায়মন্ডহারবার এফসি ও মহমেডানের (Mohameddan Sporting) মধ্যে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই ঘোষণা প্রকাশ হওয়ার পরই ডায়মন্ডহারবার এফসি তাদের অসন্তোষ প্রকাশ করে এবং জানায়, ১৬ ফেব্রুয়ারি তাদের আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচ রয়েছে। ফলে, তারা ১৮ তারিখে কলকাতা লিগের ম্যাচ খেলতে প্রস্তুত নয়। এই কারণেই ভ্যেনু পরিবর্তন ও তারিখ বদলের বিষয়ে আলোচনা শুরু হয়।

অন্যদিকে ইস্টবেঙ্গলও এই সূচি নিয়ে খুশি নয়। স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত তারিখে স্টেডিয়ামে অন্য কোনো অনুষ্ঠান রয়েছে এবং তারা স্টেডিয়াম ভাড়া দিতে পারবে না। আইএফএর সাধারণ সম্পাদক অনির্বাণ দত্ত এক বিবৃতিতে জানান, 'স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, উক্ত তারিখে স্টেডিয়াম ব্যবহারের জন্য তারা অনুমতি দিতে পারবে না। এখন আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে এবং আগামীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে হবে।'

এখন প্রশ্ন আইএফএ এবার কী করবে? স্টেডিয়াম পরিবর্তনের পাশাপাশি লিগ সুস্ঠভাবে সম্পন্ন করতে তারিখও বদল করতে হবে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থাকে। যা নিয়ে ভাবনাচিন্তা করছে তারা। তবে কী সমাধানসূত্র সেখান থেকে বেরিয়ে আসে সেদিকেও নজর থাকবে বাংলার ফুটবল প্রেমীদের।   
 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement