Advertisement

Kolkata League: মামলা করতে চলেছে ডায়মন্ড হারবার, ইস্টবেঙ্গলের লিগ জয় এখনও অনিশ্চিত?

কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল? সব শেষ হয়েও যেন কলকাতা লিগ দাঁড়িয়ে গেল অনেক প্রশ্নের সামনে। আইএফএর ভূমিকার প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিচ্ছে ডায়মন্ড হারবার। আদালতের দারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব।  কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল? সব শেষ হয়েও যেন কলকাতা লিগ দাঁড়িয়ে গেল অনেক প্রশ্নের সামনে। আইএফএর ভূমিকার প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিচ্ছে ডায়মন্ড হারবার। আদালতের দারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব। 

ডায়মন্ড হারবার এফসিডায়মন্ড হারবার এফসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Feb 2025,
  • अपडेटेड 8:26 AM IST

কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল? সব শেষ হয়েও যেন কলকাতা লিগ দাঁড়িয়ে গেল অনেক প্রশ্নের সামনে। আইএফএর ভূমিকার প্রতিবাদ জানিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিচ্ছে ডায়মন্ড হারবার। আদালতের দারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব। 

ক্লাবের আইনজীবী সঞ্জয় বসু বলেছেন, 'আমরা এ ব্যাপারে সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ করব।' ফলে ইস্টবেঙ্গল যে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল, সেই ঘোষণা এখনই করা যাচ্ছে না। বরং, জল কোথায় গিয়ে দাঁড়ায়, নজর সে দিকেই। বৃহস্পতিবার দুপুরে কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ খেলার জন্য পুরো ইস্টবেঙ্গল টিম হাজির থাকলেও মাঠে এল না প্রতিপক্ষ ডায়মন্ড হারবার। তারা আগেই আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়েছিল, এই ম্যাচে ফুটবলার নামানো তাদের পক্ষে সম্ভব নয়। 

ইস্টবেঙ্গল ফুটবলাররা মাঠে এসে প্র্যাক্টিস করে কিছুক্ষণ। ম্যাচ খেলার জন্য লাইন আপও করে। আইএফএর পক্ষ থেকে যে টিম লিস্ট দেওয়া হয়েছিল, সেখানেও ডায়মন্ড হারবারের দিকটা ফাঁকা রাখা হয়েছিল। মিনিট ৩০ অপেক্ষা করার পরে ম্যাচ কমিশনার ম্যাচ বাতিল ঘোষণা করেন।

আরও পড়ুন

রেফারি এবং ম্যাচ কমিশনারের রিপোর্ট জমা পড়েছে আইএফএতে। লিগ কমিটি আলোচনায় বসবে। তার পরেই জানানো হবে সিদ্ধান্ত। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বললেন, 'দ্রুতই এই বিষয়ে সব কিছু জানিয়ে দেওয়া হবে।' কিন্তু সেই সিদ্ধান্ত জানানো কি এতটা সহজ হবে। পয়েন্টের বিচারে কিন্তু ইস্টবেঙ্গলই লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। যদিও তা ঘোষণা করা আইএফএর পক্ষে হয়তো কঠিনই হতে চলেছে। কারণ, ডায়মন্ড হারবার বিষয়টিকে সহজে ছাড়ছে না। 

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলে দিলেন, 'আইএফএ যে পদ্ধতিতে লিগ শেষ করতে চাইল, তা একেবারেই সঠিক পথে হয়নি। ম্যাচের আগের দিন সন্ধেবেলা জানানো হল আরএফডিএলের ম্যাচ পিছোনর খবর। কোনও রকম প্র্যাক্টিস ছাড়া আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেমে পড়ব, এটা অসম্ভব। পুরো ব্যাপারটা অনৈতিক। আমরা কড়া পদক্ষেপ করছি।' ক্লাব সচিব মানস ভট্টাচার্যও বললেন,' আমরা ইস্টবেঙ্গলকে কোনও দোষ দিচ্ছি না। ওরা তো খেলতে এসেছিল। কিন্তু, আইএফএ আমাদের সঙ্গে যা করল, তা ঠিক হল না।'
লিগ আবার বিশ বাঁও জলে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement