Advertisement

Kolkata League Derby: ডার্বির আগে আরও শক্তি বাড়াল মোহনবাগান, দলে সুহেলের আরও এক তারকা

ডার্বির আগে কলকাতা লিগে কিছুটা হলেও ছন্নছাড়া লাগছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। ম্যাচ হার দিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। এরপর জিতলেও, শেষ ম্যাচে ড্র করতে হয়েছে। ফলে ডার্বির আগে দলের খামতিগুলো পূরণ করা খুব জরুরী। পাশাপাশি ডুরান্ড কাপের (Durand Cup 2025) আগে সিনিয়র দলের ফুটবলারদের ঝালিয়ে নেওয়াও দরকার।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2025,
  • अपडेटेड 4:11 PM IST

ডার্বির আগে কলকাতা লিগে কিছুটা হলেও ছন্নছাড়া লাগছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। ম্যাচ হার দিয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। এরপর জিতলেও, শেষ ম্যাচে ড্র করতে হয়েছে। ফলে ডার্বির আগে দলের খামতিগুলো পূরণ করা খুব জরুরী। পাশাপাশি ডুরান্ড কাপের (Durand Cup 2025) আগে সিনিয়র দলের ফুটবলারদের ঝালিয়ে নেওয়াও দরকার।

মূলত এই দুই কারণেই সিনিয়র দলের একাধিক সদস্য যোগ দিচ্ছেন কলকাতা লিগের (Kolkata League) দলে। গত মরসুমে এই কলকাতা লিগের ডার্বিতেই (Kolkata Derby) হারতে হয়েছিল মোহনবাগানকে। তবে এবার সেই ম্যাচের বদলা নিতেই ঝাঁপাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই কারণেই মূল  দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas), কিয়ান নাসিরি (Kiyan Nasiri) আগেই যোগ দিয়েছেন। এবার মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট (Suhel Ahmed Bhat) ও মিডফিল্ডার গ্লেন মার্টিন্স। তবে মোহনবাগানের দুই উইং আটকে গেলেই গোল করার সুযোগ কমে যাচ্ছে।

কোথায় হবে ডার্বি?
ঘরোয়া লিগের ডার্বির দিকে তাকিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। এক ম্যাচ পরেই ডার্বিতে নামবে মোহনবাগান। তার আগে আইএসএল খেলা ফুটবলাররা অনুশীলন যোগ দেওয়ায় ডার্বির উত্তাপ বাড়তে শুরু করল। যদিও সূচি অনুযায়ী ডার্বি কোথায় হবে তা এখনও চূড়ান্ত করতে পারেনি আইএফএ। শোনা যাচ্ছিল এবারের ডার্বি হতে পারে বারাসাতে। তবে যা পরিস্থিতি তাতে এই স্টেডিয়াম তৈরি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। 

সমস্যায় ইস্টবেঙ্গলও
অন্যদিকে ইস্টবেঙ্গল আবার কাস্টমসের বিরুদ্ধে ড্র করে সমস্যায় পড়ে গিয়েছে। তাদের দলে শুরু থেকেই বেশ কয়েকজন আইএসএল খেলা ফুটবলার থাকলেও বিনো জর্জের ছেলেরা খুব যে ভাল পারফর্ম করছেন তা বলা যাচ্ছে না। সায়ন বন্দোপাধ্যায়, প্রভাত লাকড়ারা যোগ দিলেও রক্ষণে ভরসা দিতে পারছেন না। পাশাপাশি গোল করার ক্ষেত্রেও স্ট্রাইকারদের ব্যর্থতা বেশ অস্বস্তিতে রেখেছে বিনোর দলকে। ছোট দলের বিরুদ্ধে দ্রুত গোল তুলে নিতে না পারায় সমস্যা বাড়ছে। উল্টে ডিফেন্স সমস্যায় গোল খেয়ে যেতে হচ্ছে লাল-হলুদকে। এ সমস্ত সমস্যা মিটিয়েই ডার্বিতে নামতে হবে বিনোর ছেলেদের। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement