শেষ হয়েও শেষ হচ্ছে না কলকাতা ফুটবল লিগ (Kolkata League) নিয়ে নাটক। ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে লিগের ম্যাচ না খেলায় ডায়মন্ডহারবারের (Diamond Harbour FC) পয়েন্ট কেটে লাল-হলুদকে চ্যাম্পিয়ন ঘোষণা করে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। আইএফএর (IFA) সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডায়মন্ডহারবার আদালতে চলে যাওয়ায় চ্যাম্পিয়ন ঘোষণা আটকে গিয়েছে। দিন দু'য়েকের মধ্যে এই বিষয়ে শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। সে দিকেই তাকিয়ে সব পক্ষ।
প্রায় সাত-আট মাস ধরে চলছে কলকাতা লিগ। যা নজিরবিহীন ঘটনা। মোহনবাগান বা মহমেডান আগেই লিগ জয়ের জায়গা থেকে ছিটকে গিয়েছে। ভবানীপুরও ওয়াক ওভার দিয়ে দেওয়ায় তারা আর লড়াইয়ে নেই। এখন যা পরিস্থিতি, ইস্টবেঙ্গল ও ডায়মন্ডহারবারের মধ্যে যে কোনও একটা টিম এ বারের কলকাতা লিগে চ্যাম্পিয়ন হবে। কিন্তু যদি খেলাটাই না হয়, তা হলে চ্যাম্পিয়ন ঘোষণা হবে কী ভাবে?
ডায়মন্ডহারবার এফসির বক্তব্য ছিল, এমন সময় কলকাতা লিগের ম্যাচ দেওয়া হয়েছিল, যখন তাদের সমস্যা রয়েছে। বারবার বলার পরেও ম্যাচের দিন পাল্টানো হয়নি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা লিগের নির্ধারক ম্যাচে তাই মাঠেও নামেনি তাঁরা। ডায়মন্ডের আবেদনে সাড়া দিয়ে আদালত জানিয়েছিল, এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। নিম্ন আদালতের এই রায়ের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল আইএফএ। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা সূত্রের খবর, আগামী দিন দুয়েকের মধ্যে এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। মামলার রায় নিজেদের পক্ষে আসবে বলে আশাবাদী আইএফএ। অন্য দিকে, ডায়মন্ড কর্তা আকাশ ব্যানার্জি রবিবার বললেন, 'আইনজীবীরা বিষয়টি দেখছে। আমাদের সঙ্গে অন্যায় হয়েছিল বলেই আদালতে গিয়েছিলাম।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন, 'আমাদের আর কিছু করার নেই। লিগের ম্যাচ তো শেষ। শুধু চ্যাম্পিয়ন ঘোষণা করা বাকি। এখন পুরো বিষয়টা আদালতের হাতে। আমাদেরও ওদিকেই তাকিয়ে থাকতে হবে। আমাদের আইএফএর আইনজীবীরা আদালতে সওয়াল করবেন। তার পরে দেখা যাক কী হয়। দু-তিনদিনের মধ্যেই হয়তো একটা স্পষ্ট ছবি পাওয়া যাবে।'