প্রায় ১৫ বছর পর ভারতের মাঠ দাপাবে মেসি সহ টিম আর্জেন্টিনা। খবরটা ইতিমধ্য়েই অনেকেই জানেন। তবে ঠিক কোন তারিখ আর্জেন্টিনা ম্যাচ খেলতে আসবে, সেটা এতদিন জানা যায়নি। এবার সেই দিনক্ষণই জানাল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। আগামী নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যেই কেরলে সেই ম্যাচ হবে। এমনটাই জানিয়েছে AFA। আর্জেন্টিনা ফুটবল টিমের চেয়েও লোকের যেন লিওনেল মেসির ভারতে আসা নিয়েই বেশি আগ্রহ। বিশেষত তাঁর কলকাতা সফরের জন্য অধীর অপেক্ষায় বাঙালি ফুটবলপ্রেমীরা। আসলে, ২০২৬ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের আগে ভারতে প্রীতি ম্যাচ খেলতেই আসছে নীল সাদা টিম। আর সেই সূত্রেই ভারতের বিভিন্ন শহরে সফর করবেন লিও।
এর আগে শেষবার ২০১১ সালে লিওনেল মেসি সহ টিম আর্জেন্টিনা ভারতে এসেছিলেন। সেবার ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচ ছিল। তাও আবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসাবে সেটাই মেসির প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল। ফলে কলকাতার সঙ্গে মেসির কেরিয়ারের যে একটি বড় সূত্র জড়িয়ে তা বলাই বাহুল্য।
ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে মেসির স্কিলের সাক্ষী হয়েছিলেন প্রায় ৭০ হাজার দর্শক। সে ম্যাচে নিকোলাস ওটামেন্ডিকে দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন। তারপর প্রায় ১৫ বছর পেরিয়েছে। ফের একবার স্বচক্ষে মেসিকে দেখার সুযোগ পাবেন ভারতীয়রা।
আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানিয়েছে, 'লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনার জাতীয় দল ২০২৫ সালের বাদবাকি সময়ের মধ্যে দু'টি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি, অক্টোবরে, ৬ থেকে ১৪ তারিখের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ এবং শহর পরে স্থির হবে)। দ্বিতীয়টি, নভেম্বরে, ১০ থেকে ১৮ তারিখের মধ্যে, অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরলে(প্রতিপক্ষ পরে স্থির করা হবে)।'
লিওনেল মেসির ভারত ভ্রমণ
অগাস্টের শুরুতেই পিটিআই মেসির ভারতে আসার বিষয়টি কনফার্ম করেছিল। কলকাতা, আহমেদাবাদ, মুম্বই এবং নয়াদিল্লি সফর করার কথা মেসির। কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাত করার কথা।
লিওনেল মেসির ফর্ম কেমন চলছে?
মেজর লিগ সকার ২০২৫ সিজন বেশ ভালই কাটছে মেসির। ইন্টার মিয়ামির হয়ে খেলছেন। সম্প্রতি ইন্টার মিয়ামির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টের রেকর্ডও স্পর্শ করেছেন। ফলে তাঁর ফর্ম যে ভালই আছে, তা বলাই বাহুল্য। কেরলের ম্যাচেও তাই মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় অধীর ভারতীয়রা।