Advertisement

Lionel Messi Kolkata Visit: শীতকালে আসছেন কলকাতায়, নিজেই জানালেন মেসি, সল্টলেক স্টেডিয়ামে ফের LM10

মেসি নিজে এই প্রথমবার মুখ খুললেন। মেসি ভারতে কলকাতা সহ ৪টি শহরে যাবেন।  সফর শুরু করবেন কলকাতা থেকে, ১৩ ডিসেম্বর। তারপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বই এবং দিল্লি। এই সফর শেষ হবে ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে।

বিশ্বকাপ হাতে লিওনেল মেসিবিশ্বকাপ হাতে লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2025,
  • अपडेटेड 1:23 PM IST
  • কলকাতায় আসার খবর নিশ্চিত করলেন মেসি
  • সৌরভ, ভাইচুংদের সঙ্গে ম্যাচ
  • নভেম্বরে কেরলে ফ্রেন্ডলি ম্যাচেও খেলতে পারেন মেসি

শীতকালেই কলকাতায় আসছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার বিজয়া দশমীতে নিজেই নিশ্চিত করলেন LM10। ভারত সফর ঘিরে যে তিনি কতটা উচ্ছ্বসিত, তা জানালেন।   GOAT Tour of India 2025 নিয়ে মেসি বললেন, ভারত মানে 'ফুটবল যাদের প্যাশন, এমন এক দেশ।' ১৪ বছর আগে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন FIFA ফ্রেন্ডলি ম্যাচ। সেই স্মৃতিও স্মরণ করলেন।

কলকাতায় আসার খবর নিশ্চিত করলেন মেসি

মেসি বললেন, 'এই সফরটা আমার কাছে দারুণ সম্মানের। ভারত খুবই বিশেষ দেশ, আর ১৪ বছর আগে এখানে আসার সময়কার স্মৃতি এখনও আমার মনে ভাসে। ভক্তরা অসাধারণ ছিল। ভারত ফুটবলের প্রতি আবেগে ভরা একটি দেশ। আমি নতুন প্রজন্মের সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি এবং এই সুন্দর খেলাটির প্রতি আমার ভালোবাসা তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চাই।'

লিও মেসিকে যে সংস্থা ভারতে আনছে, তাঁরা এই খবরটি গত ১৫ অগাস্টই জানিয়েছিল। কিন্তু মেসি নিজে এই প্রথমবার মুখ খুললেন। মেসি ভারতে কলকাতা সহ ৪টি শহরে যাবেন।  সফর শুরু করবেন কলকাতা থেকে, ১৩ ডিসেম্বর। তারপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বই এবং দিল্লি। এই সফর শেষ হবে ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। এই সফরে আর্জেন্টাইন সুপারস্টার অংশ নেবেন কনসার্টে, মিট-অ্যান্ড-গ্রিট অনুষ্ঠানে, ফুড ফেস্টিভ্যালে, ফুটবল মাস্টারক্লাসে, এমনকি মুম্বইয়ের ব্রেবর্ন স্টেডিয়ামে একটি প্যাডেল প্রদর্শনী ম্যাচেও। কলকাতায় মেসির অনুষ্ঠান হবে সল্টলেক স্টেডিয়ামে।

সৌরভ, ভাইচুংদের সঙ্গে ম্যাচ

১৩ ডিসেম্বর  'GOAT Concert' ও 'GOAT Cup' এ মেসির সঙ্গেই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেজ। এছাড়াও মেসির ২৫ ফুটের মূর্তিও উন্মোচন করা হবে। এই ইভেন্টের টিকিটের দাম শুরু হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে। শেষবার ২০১১ সালে ভারতে এসেছিলেন মেসি। সে বার সল্টলেক স্টেডিয়ামে FIFA  ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা খেলেছিলেন।

Advertisement

কলকাতায় মেসির জন্য চা উত্‍সব

মেসিকে ভারতে আনার প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত চলতি বছরের শুরুর দিকে মেসি এবং তাঁর বাবার সঙ্গে বৈঠকের পর সফরের অনুমোদন নিশ্চিত করেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সফর হবে ভারতীয় ও আর্জেন্টাইন সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। কলকাতায় আয়োজন করা হবে একটি খাবার ও চা উৎসব, যেখানে বিশেষভাবে তুলে ধরা হবে আর্জেন্টিনায় জনপ্রিয় চায়ের প্রতি মেসির ভালোবাসা। এই উৎসবে থাকছে বিশেষ অসম-আর্জেন্টিনা ফিউশন চা। মুম্বইয়ে মেসি অংশ নেবেন প্যাডেল GOAT কাপে। সেখানে তিনি খেলবেন সেলিব্রিটি ম্যাচে, যেখানে শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি এবং বলিউডের আরও তারকারা অংশ নিতে পারেন।

নভেম্বরে কেরলে ফ্রেন্ডলি ম্যাচেও খেলতে পারেন মেসি

ডিসেম্বরের সফরের মধ্যেই লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দল নভেম্বর মাসের ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে ভারত সফরের পরিকল্পনা করেছে। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে কেরলে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বলে ঠিক হয়েছে। তবে প্রতিপক্ষ দল ও ভেন্যুর চূড়ান্ত ঘোষণা এখনও হয়নি।

যদি এই সফর সত্যিই হয়, তাহলে দুই মাসের মধ্যে দু’বার ভারতে আসতে পারেন মেসি। যদিও ৩৮ বছরের এই ফরোয়ার্ড কেরলের ম্যাচে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। নভেম্বরের ফ্রেন্ডলি ম্যাচ ফিফা উইন্ডোর তিনটি খেলার মধ্যে একটি। বাকি দুটি ম্যাচ হবে অ্যাঙ্গোলায়।

Read more!
Advertisement
Advertisement