Advertisement

Messi vs Ronaldo: মেসি না রোনাল্ডো কে সেরা? নিজের মত জানালেন প্রধানমন্ত্রী মোদী

লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কাকে পছন্দ নরেন্দ্র মোদীর (Narendra Modi)? আমেরিকান পডকাস্টার এবং এআই গবেষক লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে নিজের পছন্দের কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। গোটা বিশ্বজুড়েই তর্ক চলে কে সেরা ফুটবলার? মেসি না রোনাল্ডো?

লিওনেল মেসি, নরেন্দ্র মোদী ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোলিওনেল মেসি, নরেন্দ্র মোদী ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Mar 2025,
  • अपडेटेड 7:57 PM IST

লিওনেল মেসি (Lionel Messi) না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কাকে পছন্দ নরেন্দ্র মোদীর (Narendra Modi)? আমেরিকান পডকাস্টার এবং এআই গবেষক লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে নিজের পছন্দের কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী। গোটা বিশ্বজুড়েই তর্ক চলে কে সেরা ফুটবলার? মেসি না রোনাল্ডো? 

কাকে এগিয়ে রাখলেন মোদী?
মোদী এ প্রসঙ্গে বলেন, 'এটা একেবারেই সত্যি যে ভারতের অনেক অঞ্চলেই ফুটবল সংস্কৃতি রয়েছে। আমাদের মহিলা ফুটবল দল সত্যিই ভালো পারফর্ম করছে এবং পুরুষদের দলও দারুণ উন্নতি করছে। কিন্তু যদি আমরা অতীতের কথা বলি, তাহলে ১৯৮০-এর দশকে, একটাই নাম ছিল, তা হল মারাদোনা। সেই প্রজন্মের কাছে তাকে একজন সত্যিকারের নায়ক হিসেবে দেখা হত। আপনি যদি আজকের প্রজন্মকে জিজ্ঞাসা করেন তবে তারা অবিলম্বে লিওনেল মেসির কথা উল্লেখ করব।'

'আমি সর্বকালের সেরা' 
এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর ৪০তম জন্মদিনের আগে, নিজেকেই সর্বকালের সেরা বলে জানিয়ে দিয়েছিলেন। তিনি সেই সময় বলেন, 'ফুটবলের ইতিহাসে আমিই সেরা। হৃদয় থেকেই বলছি।’ ফুটবল মহলে মেসি না রোনাল্ডো কে এগিয়ে তা নিয়ে চর্চা অনিঃশেষ। সিআর সেভেনের যুক্তি, ‘পরিসংখ্যানটা একটু দেখুন। হেড, ফ্রি-কিক, বাঁ পায়ে গোল করা- সব দিক থেকেই আমি এগিয়ে। আর বাঁ পায়ের ফুটবলার না হয়েও, বিশ্বের প্রথম ১০ জন বাঁ পায়ের ফুটবলারদের মধ্যে আমার নাম।'

আরও পড়ুন

কিংবদন্তির সংযোজন, ‘মেসি, পেলে, মারাদোনাদের যাঁরা পছন্দ করেন, তাঁদের সম্মান করেই বলছি সব দিক থেকেই সমান দক্ষ আমি। যা অন্য কেউই নয়। তাই নিজের সঙ্গে এই মুহূর্তে অন্তত একই আসনে কাউকে রাখতে পারছি না।' 

পরের বছরেই ভারতে আসছেন মেসি
কলকাতায় আসছেন মেসি। জানুয়ারিতে তিন দিনের সফরে কলকাতায় আসছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার। সেই সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি জার্সি সই করেও পাঠিয়েছেন মেসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও এসেছে জার্সি। পাশাপাশি আইএসএল লিগ শিল্ড জেতার জন্য মোহনবাগান সুপার জায়েন্টকেও শুভেচ্ছা জানিয়েছেন মেসি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement