Advertisement

Lionel Messi: বিশ্বকাপের বাছাই পর্বের দলে নেই মেসি, চোটের জন্যই ছিটকে গেলেন মহাতারকা?

৫ সেপ্টেম্বর চিলির বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে নামবে তারা। তবে সেই ম্যাচের আগে  দল ঘোষণা করা হল তাতে বড় চমক। দলে নেই লিওনেল মেসি। কোপা আমেরিকায় তাঁর চোট লেগেছিল। জানা গিয়েছিল এই চোট সারতে সময় লাগবে। তবে এই কারণেই কি তাঁকে বাদ দেওয়া হল? তবে কি অবসরের পথে মেসি?

লিওনেল মেসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2024,
  • अपडेटेड 12:23 PM IST

৫ সেপ্টেম্বর চিলির বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে নামবে তারা। তবে সেই ম্যাচের আগে  দল ঘোষণা করা হল তাতে বড় চমক। দলে নেই লিওনেল মেসি। কোপা আমেরিকায় তাঁর চোট লেগেছিল। জানা গিয়েছিল এই চোট সারতে সময় লাগবে। তবে এই কারণেই কি তাঁকে বাদ দেওয়া হল? তবে কি অবসরের পথে মেসি?


শুধু মেসি তো নন, বাদ পড়েছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও উইঙ্গার ডি মারিয়া। আসলে তারা আগেই জানিয়েছিলেন কোপা আমেরিকার পরেই অবসর নেবেন। তাদের পাশাপাশি দলে নেই এজেকিয়েল পালাসিওস। সুযোগ মেলেনি ডিফেন্ডার মার্কোস আকুনা ও লুকাস মার্তিনেজ কুয়ার্তার। গুঞ্জন উঠলেও দলে জায়গা হয়নি পাওলো দিবালার।

মেসি তাঁর কেরিয়ারে সমস্ত ট্রফি জিতে ফেলেছেন। সেখানে যেমন আছে বিশ্বকাপ, কোপা আমেরিকা তেমনই রয়েছে আটটি ব্যালন ডি'অর। আর এই সমস্ত ট্রফিই তাঁকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে। তাঁকে কি ফের খেলতে দেখা যাবে নীল সাদা জার্সিতে? সেই অপেক্ষাতেই বসে রয়েছেন গোটা বিশ্বের প্রচুর আর্জেন্টিনার সমর্থকরা।  

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা চার ফুটবলার ডাক পেয়েছেন। তারা হলেন দুই ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ও ভ্যালেন্তিন কাস্তেলানোস এবং দুই মিডফিল্ডার এজেকিয়েল ফার্নান্দেজ ও মাতিয়াস সোলে।

আর্জেন্টিনার ২৮ সদস্যের দল
গোলকিপার:
এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লিওনার্দো বালার্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্তিন বারকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল।

Advertisement

ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সোলে, জুলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বোনি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও ভ্যালেন্তিন কাস্তেলানোস। 
 
  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement