শনিবার আইএসএল-এর (ISL Final) মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ও বেঙ্গালুরু এফসি (Mohun Bagan Super Giant vs Bengaluru FC)। সেই ম্যাচের আগে বিরাট প্রতিশ্রুতি দিয়ে রাখলেন শতদ্রু দত্ত। এই ম্যাচ সবুজ-মেরুন জিতলে লিওনেল মেসির (Lionel Messi) মুখ দিয়ে 'জয় মোহনবাগান' বলাবেন তিনি। মোহনবাগান সমর্থকদের জন্য এটাই হবে তাঁর পক্ষ থেকে উপহার।
পরের বছর জানুয়ারিতে তিন দিনের সফরে কলকাতায় আসার কথা রয়েছে মেসির। সেই সফরের জন্য তাঁকে রাজি করাতে গিয়েছিলেন শতদ্রু। সেখান থেকে নিয়ে এসেছেন মেসির আর্জেন্টিনার জার্সি। শুধু তাই নয়, তার উপর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগানকে শুভেচ্ছা বার্তাও লিখে দিয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা। যা দেখে আপ্লুত সবুজ-মেরুন জনতা।
তবে এখানেই শেষ নয়, আরও বড় উপহার অপেক্ষা করছে তাঁদের জন্য। এ দশকে ভারতের সেরা প্রায় সমস্ত টুর্নামেন্টেই নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দেওয়া মোহনাবাগানের কাছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা করতে পারলে আছে এই দারুণ পুরস্কার। তবে এখানেই থেমে থাকেননি বাঙালি উদ্যোগপতি। জানিয়ে দিয়েছেন, লিগ শিল্ড জেতার পর মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলে, সবুজ-মেরুন জার্সিতেও দেখা যাবে মেসিকে।
সোমবার সেমিফাইনালের ফিরতি লেগে জেসন কামিন্স ও আপুইয়া রালতের গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম লেগে ১-২ গোলে পিছিয়ে থাকার পরেও ঘরের মাঠে এভাবে তাদের ফিরে আসা নিঃসন্দেহে উচ্ছ্বসিত করেছে সমর্থকদের। তবে এরপর মেসির থেকে এমন বার্তা তাদের আরও উতসাহিত করবে বলেই মনে করা হচ্ছে।
শনিবারের ম্যাচের টিকিট বিক্রি কিছুদিনের মধ্যেই শুরু করে দেবে এফএসডিএল। লিগ শিল্ড জেতায় এই ম্যাচ কলকাতাতেই অনুষ্ঠিত হবে। জানা যাচ্ছে, এই ম্যাচের টিকিটের সাম ধার্য করা হয়েছে ২০০ টাকা ও ৩০০ টাকা। বি২, সি৩ ও ডি২ স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা করা হয়েছে। আর অন্যসিকে সি২, এ২স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা।