ফাইনাল ম্যাচের আগে শক্তি বাড়ল মোহনবাগান সুপার জায়ান্টের। মনবীর সিংর শুরু থেকে খেলার সম্ভাবনা উজ্জ্বল। থেকে মলিনা ফাইনালের প্রস্তুতি শুরু করেছেন। জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে খেলা ফুটবলারদের ছিল রিকভারি সেশন। বাকিদের নিয়ে দীর্ঘ ক্ষণ অনুশীলন ম্যাচ খেলালেন স্পেনীয় কোচ। স্বাভাবিক ভাবেই খেললেন মনবীর। তবে ফাইনালের আগে ঝুঁকি নেবেন না।
তবে আরও একটা প্রশ্ন মোহনবাগান সমর্থকদের মধ্যে থেকেই উঠছে। তা হল, কেন দিমিত্রি পেত্রাতোস প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না? সংযুক্ত সময়ে (৯০+৩ মিনিট) তাঁর জাদু গোলেই যুবভারতীতে ওড়িশা এফসি-কে ১-০ হারিয়ে প্রথম ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার আইএসএলে শিল্ড জয়ের নজির গড়েছিল মোহনবাগান। তা সত্ত্বেও প্রথম একাদশে নিয়মিত খেলার সুযোগ পাননি দিমিত্রি। গত সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে শেষ চারের দ্বিতীয় পর্বের দ্বৈরথে ৮১ মিনিটে তাঁকে মাঠে নামিয়েছিলেন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা।
এদুন তাই অনুশীলন শেষ হওয়ার পরেও মাঠ ছেড়ে বেরোননি দিমি। বাকি ফুটবলারেরা তখন অনুশীলন শেষ করে অনেকক্ষণ আগেই ড্রেসিংরুমে ঢুকে পড়েছেন। কেউ কেউ তো বাড়িও ফিরে গিয়েছেন। একমাত্র দিমিত্রিই মাঠে ছেড়ে বেরোননি। হঠাৎ কী হল সবুজ-মেরুনের অস্ট্রেলীয় তারকার? গ্রেগ স্টুয়ার্ট দলে যোগ দেওয়ার পর থেকেই প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন দিমিত্রি। মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন শেষ হতেই বুট খুলে ফেলে খালি পায়ে সবুজ ঘাসের উপরে একাকী হটিতে শুরু করলেন দিমিত্রি পেত্রাতস। তার পরে অন্ধকার যুবভারতীর প্রস্তুতি মাঠের এক দিকে চোখ বন্ধ করে যে ভাবে বসেছিলেন, মনে হবে যেন ধ্যানমগ্ন হয়ে পড়েছেন অস্ট্রেলীয় তারকা।
ফাইনালে দিমিত্রিকে প্রথম একাদশে মলিনা ফেরাবেন কি না সময়ই বলবে, তবে মলিনার চিন্তায় থাকবে দূরন্ত ছন্দে থাকা সুনীল ছেত্রী। এফসি গোয়ার বিরুদ্ধে শেষ চারের দ্বিতীয় পর্বের ম্যাচে এই চল্লিশ বছর বয়সেও শরীর শূন্যে ভাসিয়ে যে ভাবে হেড করে বল জালে জড়িয়েছেন, তা অনবদ্য। মঙ্গলবার বিকেলের অনুশীলনে মলিনা সব চেয়ে বেশি জোর দিলেন পেনাল্টি বক্সের মধ্যে দুই প্রান্ত থেকে ভেসে আসা বল বিপন্মুক্ত করার মহড়ায়।
বেঙ্গালুরুর বিরুদ্ধে ফাইনালেও কি গোল করতে দেখা যাবে লিস্টনকে? মোহনবাগান তারকা বলেছেন, 'আমি গোল করলাম কি না গুরুত্বপূর্ণ নয়। দলের জয়টাই আসল।' সুনীলকে নিয়ে কতটা চিন্তিত? সতর্ক লিস্টনের জবাব, 'একা সুনীল ছেত্রীকে নিয়ে ভাবছি না। বেঙ্গালুরুর পুরো দলটাকে নিয়েই ভাবতে হবে আমাদের।'