গত তিন ম্যাচে ধীরে ধীরে ছন্দে ফিরছিল মহমেডান স্পোর্টিং (Mohamedan Sporting)। গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) হারিয়ে দারুণ চমকও দিয়েছিলেন অ্যালেক্সিস গোমেজরা। বুধবার গুরুত্বপূর্ণ চেন্নাইয়িন এফসি ম্যাচ। সেই ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অনুশীলনে নামলেন না মহমেডান ফুটবলাররা। কোনও কোনও ফুটবলারকে বলতে শোনা যায়, 'নো মানি, নো ট্রেনিং।' দীর্যক্ষণ ড্রেসিংরুমে বসে থাকেন তাঁরা। ততক্ষণে দেখা যায় কোচ আন্দ্রে চেরনিশভ, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস সহ পুরো কোচিং স্টাফ দাঁড়িয়ে রয়েছেন মাঠের ভিতর।
কেন বিদ্রোহের পথে মহমেডান ফুটবলাররা?
জানা গিয়েছে, সাদা- কালো ফুটবলারদের বেতন বকেয়া রয়েছে কয়েক মাসের। ফুটবলারদের অনুশীলনে না নামার খবর পেয়ে দ্রুত মাঠে আসেন মহমেডান ফুটবল দলের সিইও রজত মিশ্র। তিনি তড়িঘড়ি ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকের পর সিইও ড্রেসিংরুম থেকে বেরিয়ে যান। তারপর ফুটবলাররা এক- এক করে অনুশীলনে নামেন। এরপর হালকা অনুশীলন করেন ফ্রাঙ্কা, ফ্লোরেন্তিনরা। যদিও ফুটবলারদের বেতন সমস্যা নিয়ে জিজ্ঞাসা করলে সিইও বলেন, 'আমাদের দলে কোনও সমস্যা নেই।'
আগেও যখনই মহামেডান ফুটবলারদের বেতন সমস্যা নিয়ে অভিযোগ উঠেছে, তখনই ক্লাব কর্তা কিংবা ইনভেস্টর কর্তাদের তরফ থেকে জানানো হয়েছে, কোনও ফুটবলারেরই বেতন বকেয়া নেই। এবার ফুটবলারর রীতিমতো বিদ্রোহের পথে হেঁটেই অনুশীলন বয়কটের ডাক দিয়েছিলেন। পরে অবশ্য তাঁরা প্র্যাকটিসে নামেন। মহামেডান ক্লাব সভাপতি আমিরউদ্দিন ববি বলেন, 'আমরা হিসাব দেখছি। মনে হয় না খুব বেশি দিনের বেতন বাকি আছে ফুটবলারদের। বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ম্যাচটা হয়ে যাক। পরের দিন ক্লাবে ফুটবলার ও ইনভেস্টর কর্তাদের নিয়ে বসে এই নিয়ে আলোচনা করব।'
খেলবেন না অ্যালেক্সিস
বুধবারের চেন্নাইয়িন ম্যাচে চোটের জন্য পাওয়া যাবে না অ্যালেক্সিসকে। এর আগে চেন্নাইয়িনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিতেছে মহমেডান, সেই দলের মুখোমুখি হওয়ার আগে এদিন ছাত্রদের প্রশংসা করেন কোচ চেরনিশভ।