Advertisement

CFL 2025: খেলবে সাদার্ন, অবমনের লড়াইয়ে কবে নামবে মহমেডান? রইল সূচি

রেলিগেশন রাউন্ড খেলতেই হচ্ছে মহমেডান স্পোর্টিংকে। কারণ রেলিগেশন বাঁচাতে শেষ চেষ্টা করবে সাদার্ন সমিতি। ফলে লড়েই রেলিগেশন বাঁচাতে হবে সাদা-কালো ক্লাবকে। খাতায় কলমে এখনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন (গত বছরের বিজয়ী এখনও ঠিক হয়নি)। তাদের এবার খেলতে হচ্ছে রেলিগেশন রাউন্ড। সোমবার জানিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্ত।

মহমেডান স্পোর্টিংমহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2025,
  • अपडेटेड 6:02 AM IST

রেলিগেশন রাউন্ড খেলতেই হচ্ছে মহমেডান স্পোর্টিংকে। কারণ রেলিগেশন বাঁচাতে শেষ চেষ্টা করবে সাদার্ন সমিতি। ফলে লড়েই রেলিগেশন বাঁচাতে হবে সাদা-কালো ক্লাবকে। খাতায় কলমে এখনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন (গত বছরের বিজয়ী এখনও ঠিক হয়নি)। তাদের এবার খেলতে হচ্ছে রেলিগেশন রাউন্ড। সোমবার জানিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্ত।

সূচি প্রকাশের পর দেখা যায় মহমেডানের সঙ্গে প্রথম ম্যাচই সাদার্ন সমিতির সঙ্গে মহমেডানের। পরশুদিন ম্যাচ। ২৩ সেপ্টেম্বরের মধ্যে অবনমন পর্বের ম্যাচ শেষ হবে। মহমেডান, সাদার্ন সমিতি ছাড়া এই রেলিগেশন রাউন্ডে আছে কালিঘাট এমএস, কলকাতা পুলিশ ক্লাব ও রেলওয়ে এফসি। 

মহমেডানের ম্যাচ কবে কোথায়?

তারিখ প্রথম দল দ্বিতীয় দল কোথায় খেলা সময়
১০.০৯.২০২৫ সাদার্ন সমিতি  মহমেডান স্পোর্টিং ব্যারাকপুর বিকেল ৩:৩০
১০.০৯.২০২৫ কলকাতা পুলিশ ক্লাব রেলওয়ে এফসি চুঁচুড়া বিকেল ৩:৩০
১৩.০৯.২০২৫ কালীঘাট এমএস  সাদার্ন সমিতি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বিকেল ৩টে
 ১৩.০৯.২০২৫ মহমেডান স্পোর্টিং রেলওয়ে এফসি নৈহাটি বাঙ্কিমঞ্জলি স্টেডিয়াম  বিকেল ৩টে
১৬.০৯.২০২৫ কলকাতা পুলিশ ক্লাব কালীঘাট এমএস নৈহাটি বাঙ্কিমঞ্জলি স্টেডিয়াম বিকেল ৩টে
১৬.৯.২০২৫ রেলওয়ে এফসি সাদার্ন সমিতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম (ব্যারাকপুর)  বিকেল ৩টে
১৯.৯.২০২৫ কালীঘাট এমএস রেলওয়ে এফসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম (ব্যারাকপুর)  বিকেল ৩টে
২৩.৯.২০২৫ মহমেডান স্পোর্টিং কালীঘাট এমএস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম (ব্যারাকপুর) বিকেল ৩টে
২৩.৯.২০২৫ সাদার্ন সমিতি কলকাতা পুলিশ ক্লাব নৈহাটি বাঙ্কিমঞ্জলি স্টেডিয়াম বিকেল ৩টে

 

সাদার্ন সমিতি জানিয়ে দিয়েছিল, তাদের যে সমস্ত দাবি রয়েছে তা মেনে না নিলে দল নামাবে না। সে কারণেই তারা ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল নামায়নি। তবে এবার তারা অবনমন রাউন্ড খেলবে। যদি ফের সেই সমস্ত শর্ত না মানা হয় তবে ফের অবনমন রাউন্ডও খেলবে না আইএফএ-এর ভাইস প্রেসিডেন্টের দল। ২২ সেপ্টেম্বর চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচ খেলা হবে। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই রাউন্ডের খেলা।  

TAGS:
Read more!
Advertisement
Advertisement