Advertisement

Mohammedan Sporting: ইনভেস্টর সমস্যা মিটছেই না, ফের মুখ্যমন্ত্রীর দারস্থ মহমেডান

ইনভেস্টর সমস্যা এখনও মেটেনি মহমেডান স্পোর্টিং-এর। শ্রাচী চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টর জোগার করতে প্যারেনি মহমেডান। এদিকে সামনেই সুপার কাপ। যা পরিস্থিতি সুপার কাপ শেষ হলেই আইএসএলের ঘন্টা বেছে যাবে। এমন পরিস্থিতিতে আরও একবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মহমেডান কর্তারা। 

মহমেডান স্পোর্টিংমহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 6:49 PM IST

ইনভেস্টর সমস্যা এখনও মেটেনি মহমেডান স্পোর্টিং-এর। শ্রাচী চলে যাওয়ার পর এখনও পর্যন্ত নতুন ইনভেস্টর জোগার করতে প্যারেনি মহমেডান। এদিকে সামনেই সুপার কাপ। যা পরিস্থিতি সুপার কাপ শেষ হলেই আইএসএলের ঘন্টা বেছে যাবে। এমন পরিস্থিতিতে আরও একবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন মহমেডান কর্তারা। 

রবিবার সকালে মহামেডানের দুই কর্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধচয়ের কাছে চিঠি নিয়ে গেলেন। যদিও সরাসরি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়নি মহমেডান কর্তাদের। তবে চিঠি দিয়ে এসেছেন তাঁর কাছে। সেই চিঠিতে ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি, কার্যকরী সভাপতি কামরুদ্দিন ও সচিব ইস্তিয়াক আহমেদ রজুর সই করা একটি আবেদনপত্র ছিল। সেই আবেদনপত্রে বর্তমান ইনভেস্টর সমস্যার কথা তুলে ধরেছেন মহমেডান কর্তারা।

এদিন মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, 'মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি ইনভেস্টরের বিষয় নিয়ে। এখন যা পরিস্থিতি পুরো বিষয়টি লিখে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি ইনভেস্টর সমস্য মেটানোর। আমাদের হাতে সময় খুব কম। রেজিস্ট্রেশন ব্যানও তুলতে হবে। আমরা দিদি ছাড়া আর কার কাছে যাব। উনিই আমাদের ভরসা।'

আরও পড়ুন

এখানেই থেমে থাকেননি তাঁরা, ইনভেস্টর সমস্যা না মিটলে সাদা-কালো কর্তারা পদত্যাগ করবেন বলেও জানান মহামেডান সভাপতি আমিরুদ্দিন। তাঁর কথায়, 'যদি এই ইনভেস্টর সমস্যা মেটাতে না পারি তাহলে বাধ্য হয়ে আমরা পদত্যাগ করে ট্রাস্টির হাতে ক্ষমতা তুলে দিয়ে সরে দাঁড়াবো। শুধু আমি নই, আমার সঙ্গে কমিটির যাঁরা যাঁরা আছেন তাঁরা সবাই সরে দাঁড়াবো। তারপর ট্রাস্টি যা সিদ্ধান্ত নেবে সেভাবেই ক্লাব চলবে।'

ইনভেস্টারের সঙ্গে কথা চললেও এখনও পর্যন্ত কার্যকরী কিছু হয়নি। সেজন্যই চিন্তিত আমিরুদ্দিন ববিরা। আপাতত কার্যকরী কমিটির সদস্যদের সংগৃহিত অর্থ দিয়েই সুপার কাপে খেলছে গোয়া যাচ্ছে মহমেডান। ইনভেস্টর সমস্যার জেরে রেজিস্ট্রেশন ব্যান হওয়ায় ঘরোয় লিগেও বেশ কয়েকজন ফুটবলার সই করাতে পারেনি তার। সাম্প্রতিক সময়ে এবার ঘরোয়া লিখে খুবই খারাপ ফল করেছে সাদা-কালো ব্রিগেড। তবে অবনমন এড়াতে পেরেছে তারা। আইএফএ শিল্পেও খেলেনি তারা। গত মরসুমের বেতন না পেয়ে মহমেডানের একঝাঁক ফুটবলার ও প্রাক্তন কেচে ফিফার দ্বারস্থ হয়েছেন। তারই ভিত্তিতে রেজিস্ট্রেশন ব্যান হয়েছে ভারতের এই শতাব্দীপ্রাচীন ক্লাবটির। পাশাপাশি এসএসডি এলও তাদের বর্তমান আর্থিক সমস্যার পরিস্থিতির দিকে নজর রাখছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement