Advertisement

জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের, মনবীর,-শুভশীসের গোলে ২ নম্বরে মোহনবাগান

আইএসএলে  মোহনবাগান সুপারজায়ান্ট তার  সেঞ্চুরি ম্যাচ জয়ের আলোয় সাজালো।হায়দরাবাদে গাচ্চিবাউলি স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ২-০গোলে হারাল। মনবীর সিং এবং শুভাশিস বসুর গোল সবুজ মেরুন ব্রিগেডকে কাঙ্খিত জয় নিয়ে এসে দেয়।  আইএসএলে জয়ের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবিলে দুই নম্বরে হোসে মোলিনার ছেলেদের তুলে নিয়ে আসল। 

জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2024,
  • अपडेटेड 10:34 PM IST

আইএসএলে  মোহনবাগান সুপারজায়ান্ট তার  সেঞ্চুরি ম্যাচ জয়ের আলোয় সাজালো।হায়দরাবাদে গাচ্চিবাউলি স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ২-০গোলে হারাল। মনবীর সিং এবং শুভাশিস বসুর গোল সবুজ মেরুন ব্রিগেডকে কাঙ্খিত জয় নিয়ে এসে দেয়।  আইএসএলে জয়ের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবিলে দুই নম্বরে হোসে মোলিনার ছেলেদের তুলে নিয়ে আসল। 


দৃষ্টিনন্দন ফুটবল নয় কার্যকরী ফুটবলে ভর দিয়ে জয় হাসিল মোহনবাগান সুপারজায়ান্টের। দলের ভারসাম্য এতটাই ভালো যে হোসে মোলিনার পরিবর্ত ফুটবলাররাও যেকোনও বিপক্ষের জন্য  দুঃশ্চিন্তা বহন করে। স্কিল,গোল শিকার এবং রক্ষন সামলানোর ভারসাম্য এখন সবুজ মেরুনে। প্রতিটি বিভাগেই নিউক্লিয়াস রয়েছেন যারা নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। আক্রমনে জেমি ম্যাকলারেনের সঙ্গে মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্টের যুগলবন্দী যতই দিন গড়াচ্ছে ততই দৃষ্টিনন্দন হয়ে উঠছে। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ৬৫মিনিট মাঠে ছিলেন।  গোল পাননি। কিন্তু হায়দরাবাদ এফসি রক্ষনকে অস্বস্তিতে রেখে গিয়েছিলেন। অ্যালেক্স সাজির নেতৃত্বাধীন হায়দরাবাদ রক্ষন মহমেডান স্পোর্টিং ম্যাচের মত জমাট ছিল না তার অন্যতম কারন ম্যাকলারেন- স্টুয়ার্ট জুটি।  আর এই জুটিকে আরও শানিত করেছে মনবীর সিংয়ের অসাধারণ ফুটবল।  উইঙ্গার হয়েও আক্রমন এবং রক্ষনে সমান তালে অংশ নিলেন। পাশাপাশি মাঝমাঠে অনিরুদ্ধ থাপা,সাহাল আব্দুল সামাদ এবং দীপক টাঙরি একই রকম ভালো ফুটবল উপহার দিলেন।  যার জেরে নিজামের শহরে মোহনবাগান সুপারজায়ান্টের জয়ের হ্যাটট্রিক। 


প্রথম পনেরো মিনিট হায়দরাবাদ এফসির ক্রমাগত আক্রমন দেখে মনে হয়েছিল মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে দাপুটে জয়ে ছন্দ ফিরেছে।  কিন্তু সময় যত এগিয়েছে ম্যাচের নিয়ন্ত্রন তুলে নিয়েছেন সবুজ মেরুন ফুটবলাররা।  আর সেই কাজে নেতৃত্বে গ্রেগ স্টুয়ার্ট। 
৩৭ মিনিটে প্রথম গোল মনবীর সিংয়ের।  অনিরুদ্ধ থাপার বাড়ানো পাস থেকে একক কৃতিত্বে অনবদ্য স্কিলে গোল করেন তিনি।হায়দরাবাদ এফসিরষবিরুদ্ধে গোল করার সুঅভ্যাস বজায় রাখলেন।  এরপর থেকে তাঁর দ্রুতলয়ের প্রান্তিক দৌড় হায়দরাবাদকে অস্বস্তিতে ফেলেছে। 
বিরতির পরও একই ছবি। হায়দরাবাদ আক্রমন হানার চেষ্টা করলেও তা প্রতিপক্ষ রক্ষনের বিপজ্জনক অঞ্চল পর্যন্ত পৌঁছতে পারছিল না। সবুজ মেরুন জোনাল মার্কিংয়ের চক্রব্যুহে দিগভ্রষ্ট হচ্ছিল। বদলে প্রতি আক্রমনে বারবার বেকায়দায় প্রতিপক্ষ রক্ষনকে ফেলছিল সবুজ মেরুন।  পঞ্চান্ন মিনিটে দ্বিতীয় গোল।  গ্রেগ স্টুয়ার্টের অনবদ্য ইনসুইং মেশানো ফ্রিকিকে পিছন থেকে এসে হেড করে গোল করে যান শুভাশিস বসু।  সবুজ মেরুন অধিনায়ক চলতি আইএসএলে তিন নম্বর গোলটি করে ফেললেন। 

Advertisement


মোলিনার সংসারে বিকল্পের অভাব নেই।  তাই ম্যাকলারেন স্টুয়ার্ট সামাদ মনবীরদের পরিবর্তন করলেও খেলার ধরনে বদল হয় না।  কামিন্স,পেত্রাতোস,লিস্টন,অভিষেক রাজবংশীরা একই ধরনের দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে রাখতে পারেন। তাই হায়দরাবাদ পুরো ম্যাচে সেভাবে গোলের মুখ খুলতে ব্যর্থ। জয়ের হ্যাটট্রিকে দুনম্বরে।  আলোর উৎসবের আবহে শততম আইএসএল ম্যাচে মোহনবাগানে এখন একটু আগে হলেও দীপাবলী শুরু।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement