Advertisement

Mohun Bagan: প্রথম বছরেই বর্ষসেরা, পরের মরসুমের প্ল্যান খোলসা করলেন মোহনবাগানের ম্যাকলরেন

গত মরসুমে ২৯ জুলাই সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে প্রথমবারের জন্য মাঠে নেমেছিলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। বছর না ঘুরতেই মোহনবাগানের বর্ষসেরা স্ট্রাইকারের তকমা পেতে চলেছেন তিনি। একটা বছর মোহনবাগান জার্সিতে নিজের সেরাটা দিয়েছেন। সম্প্রতি মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জেমিকে বর্ষসেরা স্ট্রাইকার নির্বাচিত করা হয়েছে।

জেমি ম্যাকলরেনজেমি ম্যাকলরেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jul 2025,
  • अपडेटेड 2:10 PM IST

গত মরসুমে ২৯ জুলাই সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে প্রথমবারের জন্য মাঠে নেমেছিলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। বছর না ঘুরতেই মোহনবাগানের বর্ষসেরা স্ট্রাইকারের তকমা পেতে চলেছেন তিনি। একটা বছর মোহনবাগান জার্সিতে নিজের সেরাটা দিয়েছেন। সম্প্রতি মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জেমিকে বর্ষসেরা স্ট্রাইকার নির্বাচিত করা হয়েছে। 

প্রসঙ্গত, ওইদিন ৩২ বছরে পা দিতে চলেছেন মোহনবাগানের তারকা স্ট্রাইকার। জন্মদিনের আনন্দ আর মোহনবাগান দিবসের আবেগ যেন মিলেমিশে একাকার অজি বিশ্বকাপারের গলায়। জন্মদিন আর মোহনবাগান দিবস একই দিনে, এটা ম্যাকলরেনকে আলাদা আনন্দ দেয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, '২৯ জুলাই দিনটা মোহনবাগান ক্লাবের জন্য একটা ঐতিহাসিক দিন। আর ওই দিনটাই আমার জন্মদিন। একজন মোহনবাগান ফুটবলার হিসাবে এই অনুভূতিটা আমাকে বেশ আনন্দ দেয়।'
 

এক বছরের মধ্যেই সেরা স্ট্রাইকারের তকমা পেলেও, দলের সতীর্থদেরই পুরো কৃতিত্ব দিচ্ছেন ম্যাকলরেন। জেমি বলেন, 'আমাকে মোহনবাগান ক্লাবের সেরা স্ট্রাইকার মনোনীত করার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু এই কৃতিত্ব আমার একার নয়। আমার সঙ্গে দলের প্রতিটি ফুটবলার এই সম্মানের দাবিদার। হ্যাঁ, এই পুরষ্কার জিতে অবশ্যই ভাল লাগছে। কিন্তু এবারের শিল্ড এবং ট্রফি জয়ের জন্য আমি অনেক বেশি খুশি।'
 

২৯ জুলাই মোহনবাগান দিবসে ২৯ নম্বর জার্সি পরে স্বপ্নের অভিষেক। তারপর জন্মদিনও। এটা স্পেশাল কম্বিনেশন। এরকম ঘটনা সাধারণভাবে দেখা যায় না। তবে ম্যাকলরেন মনে করেন, 'এটা বলা কঠিন! তবে ২৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মোহনবাগানের হয়ে ফাইনালে গোল করার মুহুর্তটা অবশ্যই স্পেশাল। এই মূহুর্তগুলো আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।'
 

পরের মরসুমে সবুজ-মেরুন স্ট্রাইকারের লক্ষ্য আরও গোল করা। আর সেই কারণেই প্রাক মরসুম প্রস্তুতিতে নিজেকে নিংড়ে দিতে চাইছেন এই তারকা। বলেন, 'নতুন কিছু নয়, তবে এই বছর আরও বেশি গোল করতে চাই। আইএসএল শুরুর আগে প্রাক-মরশুম প্রস্তুতিতে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে ফেলাই প্রথম লক্ষ্য।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement