Advertisement

'লিস্টন কোলাসো হয়তো পরের বছর ১০টা গোল করবে,' বলছেন প্রীতম

গত আইএসএল (Indian Super League) মরশুমে দুর্দান্ত পারফর্ম করেন প্রীতম কোটাল (Pritam Kotal)। মোহনবাগানকে (Mohun Bagan) নেতৃত্ব দিয়েছেন এবং জয় পেয়েছেন একাধিক ম্যাচে। সেই প্রীতমই এবার মাইক হাতে অকপট।

প্রীতম কোটাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2023,
  • अपडेटेड 4:34 PM IST

আইএসএল-এ (ISL) অনবদ্য পারফরম্যান্স। মোহনবাগান অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আর এবার মুখ খুললেন সেই প্রীতম কোটাল। বিরাটিতে এক অনুষ্ঠানে এসে প্রীতম জানালেন, লিস্টন কোলাসো হয়ত পরের বছর ১০টা গোল করবে।   

গত আইএসএল (Indian Super League) মরশুমে দুর্দান্ত পারফর্ম করেন প্রীতম কোটাল (Pritam Kotal)। মোহনবাগানকে (Mohun Bagan) নেতৃত্ব দিয়েছেন এবং জয় পেয়েছেন একাধিক ম্যাচে। সেই প্রীতমই এবার মাইক হাতে অকপট। রবিবার, বিরাটি মেরিনার্সের (Birati Mariners) একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক কথাই শেয়ার করলেন সবুজ মেরুনের প্রাণভোমরা। সেইসঙ্গে, এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta)। উদ্যোক্তাদের পক্ষ থেকে, প্রীতম কোটালের হাতে তুলে দেওয়া হয় স্মারক, উত্তরীয় এবং চিংড়ি মাছ। প্রীতমের সঙ্গে তাঁর স্ত্রী সোনেলা পালও (Sonela Paul) এই ইভেন্টে উপস্থিত ছিলেন।  

প্রীতম কোটাল বলেন, ‘জয় মোহনবাগান, সত্যিই ভালো লাগছে খুব। ২০১৩-র পরে আবার একটা এইরকম ফিলিং পাচ্ছি যে, চ্যাম্পিয়ন হয়ে এসেছি সত্যি। কারণ, ২০১২-তে আমি মোহনবাগান জয়েন করি। তারপরেই ২০১৩-তে আমরা আই লিগ চ্যাম্পিয়ন (I-League Champion) হয়েছিলাম। এয়ারপোর্ট থেকে ক্লাব অবধি সেই যাত্রার মুহূর্ত কখনও ভোলা যাবে না। এইবছর আমরা যখন চ্যাম্পিয়ন হয়ে ফিরলাম, তখনও কিছুটা উপভোগ করতে পেরেছি। কারণ, বৃষ্টি ছিল তাছাড়া অনেকটা দেরিও হয়ে গেছিল আমাদের আসতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়ত আগামীদিনে এইরকম সন্ধ্যা আবার আসবে। তখন শুধু আইএসএল নয়। এখন আমাদের লক্ষ্য থাকতে হবে যে, আমরা এশিয়ার (Asia) ওয়ান অফ দ্য বেস্ট টিম হব।‘ 

তিনি আরও যোগ করেন, ‘এইটার জন্য আপনাদের পাশে থাকা অনেক জরুরি। কারণ, দেখুন ফুটবলতো একটা টিম গেম। সেইখানে ভালো খারাপ অনেক সময় যাবে। ওই খারাপ সময়টাতে, আমরা প্লেয়ার হিসেবে আপনাদের পাশে চাই। আমি চাইব যে, প্লেয়ারদের পাশে যেন আপনারা সবসময় থাকেন। অবশ্যই যখন আমরা খেলি, তখন সব ম্যাচে হয়ত নিজের সেরাটা দিতে পারিনা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, ওই যে খারাপ সময়টা তখনই আপনাদের জরুরি। আপনারা আমাদের এমনভাবে মোটিভেট করেন যে, আমরা সামনে গিয়ে ভালো খেলতে পারি। এই সিজনেও কিছু কিছু সময় গেছে, আমরা খুব বাজে ফুটবল খেলেছি। এটা লুকোনোর কোনও জায়গা নেই। নর্থইস্টের (North East United) কাছে আমরা হেরেছি, হয়ত দল হিসেবে নর্থইস্টের কাছে আমাদের হারা উচিৎ না। সেই সময়গুলোতেও আপনারা আমাদেরকে সমর্থন করেছেন।‘ 

Advertisement

সবুজ মেরুন অধিনায়ক জানান, 'একটা কথা বলি, এইটা হয়ত খারাপ লাগবে। যদি কাউকে খারাপ কথা বলতে হয়, গালাগালি দিতে হয় তাহলে মাঠে এসে দিন। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে গালাগালি দেবেন না। প্লেয়ারদের পরিবার নিয়ে টানাটানি করবেন না। কারণ অধিনায়ক হিসেবে বলছি আমি বাঙালি, আমি মেনে নেব। কিন্তু বাইরের রাজ্যের প্লেয়াররা এটা মেনে নেবে না। এতে মোহনবাগানের ঐতিহ্য নষ্ট হচ্ছে। যদি কিছু বলতে হয়, তাহলে আমাদেরকে বলুন। আমরা বাঙালি খেলোয়াড়, আমাদের বলুন। কিন্তু আমার ফেলো টিমমেটস, যাঁরা বাইরে থেকে আসছে তাঁদেরকে বলবেন না। তাঁরা যেন না ভাবে যে, মোহনবাগান জার্সি পড়লে হয়ত এইরকম গালাগালি খেতে হয়। তখন তাঁরা তাঁদের সেরা পারফরম্যান্সটা দিতে পারে না। লিস্টন কোলাসোর (Liston Colaco) হয়ত এই বছরটা খারাপ গেছে। কিন্ত আমি গ্যারান্টি দিচ্ছি, লিস্টন কোলাসো হয়ত পরের বছর ১০টা গোল করবে। আপনাদের সবসময় পাশে চাই, আপনারা সবাই ভালো থাকুন। জয় মোহনবাগান।' 

সবমিলিয়ে এক জাঁকজমকপূর্ণ সবুজ মেরুন সন্ধ্যার সাক্ষী থাকল বিরাটি।

প্রতিবেদক: শুভঙ্কর দাস


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement