ডুরান্ড কাপের কোয়াটার ফাইনালে ডার্বির আগে চোট সমস্যায় জর্জরিত মোহনবাগান সুপার জায়েন্ট। মনবীর সিং, কিয়ান নাসিরিরা যে এই বড় ম্যাচে নেই তা মোটামুটি স্পষ্ট। বুধবার আবার অনুশীলনের মাঝে চোট পেলেন ডিফেন্সের অন্যতম ভরসা টম অলড্রেড।
চোট পাওয়ার পর মাঠ থেকে বেরিয়ে বাকি সময়টা ড্রেসিংরুমেই কাটান টম। অনুশীলন শেষে মাঠ ছাড়ার সময় হালকা খুঁড়িয়েও হাঁটতে দেখা যায় তাকে। এতে অবশ্য চিন্তার কিছু দেখছে না মোহনবাগান, হাতে এখনও তিন দিন সময় রয়েছে। এদিকে চোট সারিয়ে ডার্বি ম্যাচ খেলার জন্য মুখিয়ে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ। বুধবার পুরোদমে অনুশীলন করতে দেখা যায় তাঁকে। টমকেও সম্পূর্ণ ফিট করে ডার্বিতে আলবার্তো-অলড্রেড ডিফেন্স জুটিকে খেলাতে মরিয়া মোহনবাগান কোচ।
গত ম্যাচে মনবীরের জায়গায় পাসাং দর্জি তামাংকে খেলিয়েছিলেন কোচ মোলিনা। তবে পাশাপাশি রাইট উইংয়ে সাহাল আব্দুল সামাদকেও খেলিয়ে দেখে নিচ্ছেন তিনি। ধীরে ধীরে ডার্বির উত্তাপ ছড়িয়ে পড়ছে। আজ থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। এর মধ্যেই কর্তারাও নেমে পড়েছেন দলকে উজ্জীবিত করার কাজে।
ডার্বির আগে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে সমীহ করলেও কটাক্ষ করতে ছাড়ছেন না মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। তিনি বলেন, 'ওরা অত্যন্ত ভালো দল। এই বছর বেশ ভালো খেলছে। ইস্টবেঙ্গলের নজর রয়েছে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার উপর, আমাদের লক্ষ্য এএফসি জেতা। তাই সিনিয়র খেলোয়াড়দের বুঝে-শুনে খেলাবো। ডার্বিতে মোহনবাগান এক ইঞ্চিও জমি ছাড়বে না।' সংবাদমাধ্যমের কাছে কোয়ার্টার ফাইনালে ডার্বি ফেলা নিয়ে অসন্তোষ শোনা গিয়েছিল ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সকারের গলায়। তারই পাল্টা দিলেন মোহনবাগান সভাপতি। বলেন, 'বিনা ইস্টবেঙ্গল মোহনবাগান খেলায় কি ডুরাল্ড কাপ জমত? মানুষের উন্মাদনা তো এই দুটি ক্লাবকে নিয়েই। সেমিফাইনাল হোক, ফাইনাল হোক, কোনও না কোনও সময় দুই দল মুখোমুখি হতই। সেটা কোয়ার্টার ফাইনালে হলে ক্ষতি কোথায়? আমি মনে করি না এর মধ্যে কোনও অন্যায় আছে।'