Advertisement

মোহনবাগানে ভোট: লড়াই থেকে সরতে শর্ত দিলেন দেবাশিস, পাল্টা যা বললেন সৃঞ্জয়

টুটু বসু সচিব পদে দাঁড়ালে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Club) লড়াই থেকে সরে যাবেন দেবাশিস দত্ত। ক্রীড়া সাংবাদিক ক্লাবে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এসে এ কথা সাফ জানিয়ে দিলেন দেবাশিস দত্ত। তবে কোনও ভাবেই সৃঞ্জয় বসুকে জায়গা ছাড়তে নারাজ তিনি। সাংবাদিক সম্মেলনে এ কথাও স্পষ্ট করে জানিয়ে দেন মোহনবাগানের বিদায়ী সচিব। 

দেবাশিস দত্তদেবাশিস দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2025,
  • अपडेटेड 1:12 PM IST

টুটু বসু সচিব পদে দাঁড়ালে মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Club) লড়াই থেকে সরে যাবেন দেবাশিস দত্ত। ক্রীড়া সাংবাদিক ক্লাবে ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এসে এ কথা সাফ জানিয়ে দিলেন দেবাশিস দত্ত। তবে কোনও ভাবেই সৃঞ্জয় বসুকে জায়গা ছাড়তে নারাজ তিনি। সাংবাদিক সম্মেলনে এ কথাও স্পষ্ট করে জানিয়ে দেন মোহনবাগানের বিদায়ী সচিব। 

কী জানালেন দেবাশিস?
শোনা যাচ্ছে, ২২ জুন মোহনবাগানের ভোট হতে পারে। তার প্রায় এক মাস আগে ইস্তেহার প্রকাশ করল দেবাশিস গোষ্ঠী। সাংবাদিক সম্মেলনে দেবাশিস দত্ত পরিষ্কার জানিয়ে দেন, সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই তিনি মনোনয়ন জমা দেবেন। তবে টুটু বসু যদি সচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেন, তাহলে কোনওভাবে তিনি মোহনবাগান ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে শর্ত হিসেবে দেবাশিস দত্ত জানান, সেক্ষেত্রে টুটু বোসকে লিখিত জানাতে হবে, সচিব নির্বাচিত হওয়ার পর কোনওভাবেই তিনি সচিব পদ ছেড়ে দেবেন না। 

একই সঙ্গে জানান, তিনি নির্বাচিত হলে তাঁর কমিটিকে প্রস্তাব দেবেন, টুটু বোসকেই ফের মোহনবাগান সভাপতি করার জন্য।
এই প্রসঙ্গে টুটু বোসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমি তো আগেই জানিয়ে দিয়েছি সচিব পদে লড়বে সৃঞ্জয়। ওর প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।' 

সেন বাড়ির জন্য লড়াইয়ে একজোট দেবাশিস-সৃঞ্জয়
দেবাশিসের বক্তব্য প্রসঙ্গে সৃঞ্জয় বলেন, 'আমার গ্রুপ আমাকে সচিব পদে প্রার্থী করেছে। দু'মাস ধরে প্রচারও করছি। তা হলে এই কথাগুলো বলার কী মানে জানি না। নির্বাচনের আগে শুধুই ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা। উনি এসব বলে ভোটারদের বিভ্রান্ত করতে চাইছেন।' সেন বাড়ির প্রসঙ্গ উঠলে দেবাশিস দত্ত বলেন, 'আমি যদি জিততে না-ও পারি, তাহলেও সেন বাড়িতে মোহনবাগানের অফিস রাখার জন্য আমিক সৃঞ্জয়ের সঙ্গে কর্পোরেশনে যেতে চাই। যে-ই জিতুক, এটা নিয়ে লড়াই নয়। কারণ, এটা মোহনবাগানের কাজ।' 

Read more!
Advertisement
Advertisement