Advertisement

Mohun Bagan Transfer Ban: মোহনবাগান হঠাৎ ট্রান্সফার ব্যানের কবলে, কেন এই শাস্তি?

ট্রান্সফার ব্যানের (Transfer Ban) মুখে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আপাতত কোনও ফুটবলার সই করাতে পারবে না সবুজ-মেরুন। জেসন কামিন্সকে (Jason Cummings) দুই বছর আগে ট্রান্সফার ফি দিয়ে সই করিয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। তবে তা নিয়েই শুরু হয়েছে জটিলতা। তবে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তাদের আশা, সাত দিনের মধ্যেই এই সমস্যা মিটে যাবে।

mohun baganmohun bagan
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2025,
  • अपडेटेड 3:56 PM IST

ট্রান্সফার ব্যানের (Transfer Ban) মুখে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আপাতত কোনও ফুটবলার সই করাতে পারবে না সবুজ-মেরুন। জেসন কামিন্সকে (Jason Cummings) দুই বছর আগে ট্রান্সফার ফি দিয়ে সই করিয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। তবে তা নিয়েই শুরু হয়েছে জটিলতা। তবে মোহনবাগান সুপার জায়েন্ট কর্তাদের আশা, সাত দিনের মধ্যেই এই সমস্যা মিটে যাবে।

কী কারণে এই সমস্যা?
কোনও ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে হলে, ফিফাকে (FIFA) কিছু টাকা দিতে হয়। পাশাপাশি একটা সলিডারিটি ফর্ম ফিলাপ করতে হয়। দুই বছরে বারবার চেষ্টা করলেও, সেই ফর্ম ফিলাপ করা যায়নি বলে মোহনবাগান সূত্রের দাবি। জেসন কামিন্স ইতিমধ্যেই ভারতীয় ফুটবলের জনপ্রিয় তারকা। তবে এর মধ্যেই এই সমস্যা এসে যাওয়ায় নড়েচড়ে বসেছে মোহনবাগান। সূত্রের খবর খুব দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। 

দাবী তুলে ধরল মোহনবাগান
ফিফার কাছে ইতিমধ্যেই নিজেদের দাবী তুলে ধরেছে সবুজ-মেরুন। পরের মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে সমস্যা হতে পাড়ে। তা বুঝতে পেরেই দ্রুত পদক্ষেপ নেয় মোহনবাগান। ফিফা ও এআইএফএফকে জানিয়ে দেওয়া হয়, টেকনিক্যাল সমস্যার জন্যই এরকমটা হয়েছে। টাকা না দেওয়া বা ফর্ম ফিলাপ না করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না। 

দ্রুত সমস্যা মিটবে
মোহনবাগান সূত্রের দাবী, তারা বারবার চেষ্টা করেছে এই টাকা জমা দিয়ে ফর্ম ফিলাপ করতে। তবে সেই কাজে তারা সফল হয়নি। ফিফার কাছে চিঠি দিয়ে কোন লিঙ্কে টাকা জমা দিতে হবে তাও জানতে চেয়েছে মোহনবাগান। ট্রান্সফার মার্কেট যখন সরগরম, তখন এমন খবরে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছিলেন মোহনবাগান সমর্থকরা। তবে তাদের সকলকেই আশ্বস্ত করেছেন মোহনবাগান কর্তারা। সাত দিনের মধ্যেই এই সমস্যা সমাধান হবে বলে মনে করছেন তারা। সেক্ষেত্রে নতুন ফুটবলার নিতে সমস্যা হবে না তাদের।     

Advertisement
Read more!
Advertisement
Advertisement