Advertisement

Mohun Bagan Super Giant: AFC কাপে দ্বিতীয় ম্যাচের আগে তারকা ডিফেন্ডারের চোট, সমস্যায় মোহনবাগান

ডার্বির পর এএফসি লিগ ২-র ম্যাচেও হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে। পরপর এই হারের পর, কিছুটা ব্যাকফুটে সবুজ-মেরুন শিবির। আর সে কারণেই, এবার ফিরে আসার আপ্রাণ চেষ্টায় হোসে মলিনার দল। এর মধ্যেই ইরানের ভিসা নিয়ে সমস্যায় রয়েছে দল। একাধিক ফুটবলারকে ছাড়াই যেতে হতে পারে দলকে। এর মধ্যেই আবার আলবার্তো রড্রিগেজের চোট সমস্যা বাড়িয়েছে।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2025,
  • अपडेटेड 3:23 PM IST

ডার্বির পর এএফসি লিগ ২-র ম্যাচেও হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে। পরপর এই হারের পর, কিছুটা ব্যাকফুটে সবুজ-মেরুন শিবির। আর সে কারণেই, এবার ফিরে আসার আপ্রাণ চেষ্টায় হোসে মলিনার দল। এর মধ্যেই ইরানের ভিসা নিয়ে সমস্যায় রয়েছে দল। একাধিক ফুটবলারকে ছাড়াই যেতে হতে পারে দলকে। এর মধ্যেই আবার আলবার্তো রড্রিগেজের চোট সমস্যা বাড়িয়েছে।
 
শনিবার সন্ধ্যায় যুবভারতীর অনুশীলন মাঠে তখন জোরকদমে চলছে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) অনুশীলন। হঠাৎই দেখা গেল হাতের বোতলটি দেওয়ালের গায়ে ছুঁড়ে মেরে মাঠ ছাড়ছেন বাগান ডিফেন্সের অন্যতম ভরসা আলবার্তো রদ্রিগেজ। হলটা কী? আসলে কিছুক্ষণ আগেই গোটা দলের সঙ্গে পুরোদমে সিচুয়েশন অনুশীলন করছিলেন আলবার্তো। 

তবে অনুশীলন শেষের কিছুক্ষণ আগেই ছন্দপতন। হঠাৎই খোঁড়াতে খোঁড়াতে দলের ডাক্তার এবং ফিজিওর দিকে হেঁটে গেলেন তিনি। তারপরেই নিজের ডান পায়ের থাইয়ের পিছনের দিকে ইঙ্গিত করে কিছু বললেন এই দীর্ঘদেহী ডিফেন্ডার। বোঝাই যাচ্ছিল অস্বস্তি বোর করছেন তিনি। প্রসঙ্গত ঠিক এই জায়গাতেই কয়েকদিন আগেও চোট পেয়েছিলেন আলবার্তো। সেই কারণে এফসি গোয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও অংশ নেননি তিনি। যদিও তারপরে পুরোপুরি ফিট হয়ে আহাল এফসির বিরুদ্ধে খেলেন আলবার্তো।

তবে এদিন আবার সেই একই জায়গায়, তিনি অস্বস্তি বোধ করায় চিন্তার ভাঁজ বাগান শিবিরে। শুধু তাই নয় দলের আরও দুই তারকা ফুটবলার মনবীর সিং এবং অনিরুদ্ধ থাপাও কিছুক্ষণ গোটা মাঠ দৌড়ে ফিজিওর সঙ্গে ড্রেসিংরুমে সময় কাটালেন। অনুশীলন শেষে দেখা গেল গোড়ালিতে মোটা আইস প্যাক বেঁধে মাঠ ছাড়লেন ভারতীয় ফরওয়ার্ড সুহেল ভাট। সামনেই এসিএল দুইয়ে ইরানের প্রতিপক্ষ সেপাহান এসসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাগান। ইরানে ভিসা সমস্যার কারণে সবুজ-মেরুনের অজি বিদেশি জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্সের যাওয়া ঘোর অনিশ্চিত। তাই বাগানের এই বাকি ফুটবলারদের চোট অবশ্যই মোলিনার বিড়ম্বনার কারণ হতে পারে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement