Advertisement

Mohun Bagan Super Giant: গোল কামিন্স-পেত্রাতোসের, ডায়মন্ড হারবারের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় মোহনবাগানের

কোচ জোস মোলিনা চলে যাওয়ার পর শুক্রবার সের্জিও লোবেরার কোচিংয়ে প্রথম কোনও ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার সেই প্রস্তুতি ডায়মন্ডহারবার এফসিকে ৬-২ গোলে হারিয়ে দিলেন জেসন কামিন্সরা।

পেত্রাতোস ও কামিন্সপেত্রাতোস ও কামিন্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2025,
  • अपडेटेड 10:51 PM IST

কোচ জোস মোলিনা চলে যাওয়ার পর শুক্রবার সের্জিও লোবেরার কোচিংয়ে প্রথম কোনও ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার সেই প্রস্তুতি ডায়মন্ডহারবার এফসিকে ৬-২ গোলে হারিয়ে দিলেন জেসন কামিন্সরা।

প্রস্তুতি ময়চ হলেও এতটুকু হালকাভাবে নেননি দুই দলের দুই স্প্যানিশ কোচ। একদিকে যেমন লোবেরা ছিলেন মোহনবাগান বেঞ্চে। আরেক দিকে আরেক মোহনবাগান আই লিগ জয়ী প্রাক্তন কোচ কিবু ভিকুনা ছিলেন ডায়মন্ডহারবার এফসির দায়িত্বে। তবে কিবুকে টেক্কা দিলেন লোবেরা। এদিনের প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন ও কামিন্স। একটি করে গোল করেন মনবীর সিং ও লিস্টন কোলাসো। গোল না পেলেও দারুণ ফুটবল উপহার দিলেন দিমিত্রি পেত্রাতোস ও রবসন রবিনহো। সুপার কাপের যে সময়টা অনুশীলন বন্ধ ছিল, সেই সময়টাকে পুরোপুরি প্রস্তুতির কাজে লাগিয়েছেন দিমিত্রি। সেটা তাঁর বর্তমান ফিটনেস দেখেই অনুমান করা যাচ্ছে। প্রথমার্ধে দিমি প্রচণ্ড সপ্রতিভ ছিলেন ম্যাচে।

প্রথমার্ধে আক্রমণভাগে ম্যাকলারেন ও দিমিত্রিকে রেখেছিলেন লোবেরা। রক্ষণে শুরু করেছিলেন আলবার্তো রড্রিগেজ, মেহতাব সিং, শুভাশিস বসু ও অভিষেক সিং। মাঝমাঠে আপুইয়া ও অনিরুণ থাপা। লোবেরা দুই উইংয়ে রেখেছিলেন রবিনহো আর মনবীরকে। গোলে বিশাল কাইথ। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এই অর্ধে পেত্রাতোসের একটি বারে লেগে ফিরে আসার সময় মনবীর গোল করেন। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করেন তাঁরা। এই অর্ধে বিশাল বাদে পুরো দল পরিবর্তন করে দেন লোবেরা। নামান কামিংস, লিস্টন, টম অলড্রেডদের। কামিংসও দুটো গোল করেন। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি ডায়মন্ডহারবারের তারকা স্ট্রাইকার লুকা মায়সেন। এদিন ডায়মন্ডহারবারের হয়ে গোল করেন স্যামুয়েল ও মিকেল কোর্তাজার।

Read more!
Advertisement
Advertisement