Advertisement

Mohun Bagan Super Giant: শুভাশিসকে 'গোল্ডেন বল' দেওয়ার দাবি, গোয়া ম্যাচে বিশেষ প্ল্যান

পরপর দুইবার আইএসএল লিগ (ISL League Shield) শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুধু গোল করাই নয়, গোল ঠেকানোও একটা বড় ব্যাপার। আর সেটাই করে দেখিয়ে দিল হোসে মলিনার (Jose Molina) দল। আর এ কাজে ক্যাপ্টেন শুভাশিস বসু (Subhashish Bose) যে বড় ভূমিকা নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পরিসংখ্যান যথেষ্ট ঈর্ষণীয়। 

শুভাশিস বসুশুভাশিস বসু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2025,
  • अपडेटेड 1:13 PM IST

পরপর দুইবার আইএসএল লিগ (ISL League Shield) শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুধু গোল করাই নয়, গোল ঠেকানোও একটা বড় ব্যাপার। আর সেটাই করে দেখিয়ে দিল হোসে মলিনার (Jose Molina) দল। আর এ কাজে ক্যাপ্টেন শুভাশিস বসু (Subhashish Bose) যে বড় ভূমিকা নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পরিসংখ্যান যথেষ্ট ঈর্ষণীয়। 

আইএসএলের (ISL) ২২ ম্যাচে ১৯৫৩ মিনিট খেলে ১২ ক্লিনশিট। চলতি আইএসএলে খুব কম ডিফেন্ডারেরই এই পারফরম্যান্স রয়েছে। কিন্তু সবাইকে এক জায়গায় ছাপিয়ে গিয়েছেন শুভাশিস বসু। সেটা হল, তাঁর নামের পাশে ছ'টা গোল। টিম যখনই বিপদে পড়েছে, উঠে গিয়ে গোল করে তিন পয়েন্ট এনে দিয়েছেন সবুজ-মেরুন ডিফেন্ডার। এ বার সেই শুভাশিসকে 'গোল্ডেন বল' অর্থাৎ আইএসএলের সেরা ফুটবলারের সম্মান জানানোর দাবি উঠল।  

শুভাশিসের জন্য বড় টিফো নামাচ্ছে মোহনবাগান সমর্থকরা
মোহনবাগান সমর্থকরা শুধু দাবি তুলেই ছেড়ে দিচ্ছেন না, শনিবার যুবভারতীতে এফসি গোয়ার (Mohun Bagan Super Giant vs FC Goa)  বিরুদ্ধে ম্যাচে শুভাশিসকে নিয়ে বিশাল এক টিফো নামানো হচ্ছে। যেখানে শুভাশিসের পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, কেন এই দাবি তোলা হচ্ছে। ইতিমধ্যেই এই টিফো তৈরি করে ফেলেছে মোহনবাগানের অন্যতম ফ্যানস ক্লাব 'মেরিনার্স এরিনা।' এ ব্যাপারে যুক্তিও দিচ্ছেন মেরিনার্সরা। তাঁরা বলছেন, মোহনবাগানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভাশিস। তাঁর পারফরম্যান্স পুরো টিমকে উজ্জীবিত করছে। ইতিমধ্যেই মোহনবাগান দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড জিতে নিয়েছে। শুভাশিস নিজে যদিও ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে সব সময়েই টিমের সাফল্যকে এগিয়ে রাখেন।

একই সঙ্গে আরও একটি টিফো শনিবার রাতে দেখা যাবে গ্যালারিতে। জাতীয় লিগ, আই লিগ, আইএসএল মিলিয়ে যে সমস্ত ক্যাপ্টেনরা মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন, তাঁদের সম্মান জানিয়ে নামানো হবে টিফো। সেই তালিকায় যেমন ব্যারেটো, অলোক দাস, শিল্টন পালরা যেমন রয়েছেন, তেমনই শুভাশিসও থাকছেন। এ ছাড়াও ট্রফির রাতকে স্মরণীয় করে রাখতে আরও অনেক কিছু পরিকল্পনা আছে সমর্থকদের।

Advertisement

আইএসএলের সেরা ফুটবলারের ঘোষণা হবে লিগ শেষে। সেখানে কিন্তু শুভাশিসের নাম দেখলে অবাক হওয়ার কিছু। আইএসএলে ইতিহাসে সেটাও হবে নজির। কারণ, আজ পর্যন্ত কোনও বাঙালি ফুটবলার গোল্ডেন বল জেতেননি।

Read more!
Advertisement
Advertisement