Advertisement

Mohun Bagan: ডেম্পো ম্যাচের আগে গুরুতর চোট তারকা ফুটবলারের, চাপে মোহনবাগান

চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে ২-০ গোলে জিতে সুপার কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে রবিবারের অনুশীলনে মারাত্মক চোট পেলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। বৃষ্টির জেরে মাঠ ভিজে থাকায় সমস্যা বাড়ে। পরশুদিন তাঁদের সামনে ডেম্পো স্পোর্টস ক্লাব। সমীর নায়েকের দল ইস্টবেঙ্গলকে আটকে দিয়ে বেশ চনমনে।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • গোয়া,
  • 26 Oct 2025,
  • अपडेटेड 6:52 PM IST

চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে ২-০ গোলে জিতে সুপার কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে রবিবারের অনুশীলনে মারাত্মক চোট পেলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। বৃষ্টির জেরে মাঠ ভিজে থাকায় সমস্যা বাড়ে। পরশুদিন তাঁদের সামনে ডেম্পো স্পোর্টস ক্লাব। সমীর নায়েকের দল ইস্টবেঙ্গলকে আটকে দিয়ে বেশ চনমনে।

কার চোট লাগল?
ভরনা পঞ্চায়েত ফুটবল গ্রাউন্ডে অনুশীলনে নেমেছিল মোহনবাগান। আর শুরুতেই বিপত্তি। বর্ষণশিক্ত মাঠে অনুশীলন করতে গিয়ে শুরুতেই চোট পেলেন দীপক টাংরি। গত কয়েকদিন ধরে গোয়ায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ফলে গোয়ার যে মাঠগুলোতে দলগুলো অনুশীলন করছে সেই মাঠগুলোর অবস্থাও বেশ খারাপ। ফলে মাঠে জলই জমে রয়েছে সেই অবস্থাতেই মেহনবাগান অনুশীলনে নেমে পড়ে। শুরুর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই গুরুতর চোট পান দীপক টাংড়ি। তাঁকে দেখা যায় তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। নিজে পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। সতীর্থ এবং ফিজিও যারা ছিলেন তারা টেনে তুলে নিয়ে যাণ মাঠের বাইরে।

তাঁকে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তা এখনই বলা সম্ভব নয়। তবে সব মিলিয়ে এটা বলে দেওয়াই যায়, সুপার কাপ অভিযানের মাঝেই কিন্তু মোহনবাগান শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ গ্রাস করল। 

শনিবার প্রবল বৃষ্টির মধ্যেই ফাতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে ক্লিনশিট রেখে ২-০ গোলের জয় পায় আন্তোনিও লোপেজ মোলিনার দল। দলের তারকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন একাই দু'টি গোল করে সবুজ-মেরুনকে জয় এনে দেন। ম্যাচের প্রথম গোল ৩৮ মিনিটে। লিস্টন কোলাসোর ব্যাক হিল পাস ধরে অজি ফুটবলার জেমি ম্যাকলারেন বল বিপক্ষের জালে জড়িয়ে দিতে ভুল করেননি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয় গোল ৬৭ মিনিটে। শুভাশিস বসুর কাছ থেকে পাস পেয়ে মনবীর সিং ক্রস বাড়ান। মনবীরের সেই নিখুঁত ক্রস থেকে ফের গোল করে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement