Advertisement

Mohun Bagan Super Giant: জেমি ম্যাকলরেনের চোট নিয়ে বিতর্ক, কী হয়েছে অজি ফরোয়ার্ডের?

আসছেন, মেডিক্যাল রুমে ঢুকে যাচ্ছেন। সময় শেষে ফিরেও যাচ্ছেন। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) অনুশীলনে বারবার দেখা যাচ্ছে এই দৃশ্য। জেমি ম্যাকলারেন (Jamie Maclaren) কী সত্যিই চোটের কবলে? সূত্রের খবর, সবুজ মেরুনের অস্ট্রেলীয় ফরোয়ার্ডের নাকি শরীর ভাল নেই। স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছেন, ঘুরছেন ফিরছেন। সমর্থকদের আবদারও মেটাচ্ছেন। শুধু অনুশীলন করছেন না।

জেমি ম্যাকলরেনজেমি ম্যাকলরেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2025,
  • अपडेटेड 7:04 PM IST

আসছেন, মেডিক্যাল রুমে ঢুকে যাচ্ছেন। সময় শেষে ফিরেও যাচ্ছেন। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) অনুশীলনে বারবার দেখা যাচ্ছে এই দৃশ্য। জেমি ম্যাকলারেন (Jamie Maclaren) কী সত্যিই চোটের কবলে? সূত্রের খবর, সবুজ মেরুনের অস্ট্রেলীয় ফরোয়ার্ডের নাকি শরীর ভাল নেই। স্বাভাবিকভাবেই হাঁটাচলা করছেন, ঘুরছেন ফিরছেন। সমর্থকদের আবদারও মেটাচ্ছেন। শুধু অনুশীলন করছেন না। 

কী হয়েছে ম্যাকলরেনের? 
এগিয়ে আসছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ। তবে আরও দিনকয়েক লাগবে তাঁর ফিরতে এমনটাই খবর মোহনবাগান সূত্রে। তবে অন্যদিকে অনিরুদ্ধ থাপার চোট সেরকম গুরুতর। যদিও নিন দশেক আগে অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন। কিন্তু ম্যাকলারেনের কী হয়েছে তা জানতে বোধহয় শার্লক হোমসকে লাগবে। না হলেও কোচ ঝুঁকি নিতে চাইছেন না। এমনিতেই এসিএল ২-এর প্রথম ম্যাচে নামার আগে পুরে দলকে। ফিট করাই তাঁর প্রধান লক্ষ্য। তার উপর আবার মেডিক্যাল কম সঙ্গই ছাড়ছে না। 

চোট কাটিয়ে ফিরবেন থাপা
তবে থাপা খুব শীঘ্রই মাঠে ফিরবেন বলে জানা গিয়েছে। এদিন আবার জ্বরের কারণে অনুশীলন করেননি দীপক টাংরি। আশার খবর, শুক্রবার থেকে মনবীরও শুভাশিস-কিয়ানদের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছে। দলের সঙ্গে বেশ মানিতে নিয়েছেন নবাগত মেহতাব নিং। ছন্দে ফিরছেন মিমি পেরাতোসও। ডার্বির পর এই প্রথম শুক্রবার সেট-পিস অনুশীলন করিয়েছেন কোচ হোসে মলিনা। সঙ্গে দুটো দলে ভাগ করে ছোট ছোট পাস অনুশীলন করিয়েছেন ছেলেদের। প্রতিপক্ষ আহালের খোঁজখবর নেওয়া শুরু হয়ে গিয়েছে বাগান শিবিরে। আর তার আগেই ষষ্ঠ বিদেশি আসছে। সঙ্গে আশায় বুক বাঁধছে সবুজ মেরুন জনতা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে কঠিন প্রতিপক্ষের সামনে মোহনবাগান। সেই ম্যাচের আগে বারবার তাল কাটছে একাধিক ফুটবলারের চোটের কারণে। কীভাবে সেখান ঠেকে বেরিয়ে আসা যায়, সে ব্যাপারে যতটা সম্ভব সতর্ক থাকতে চাইছে মোহনবাগান।

কলকাতা লিগে বড় জয় পেল মোহনবাগান
শনিবার পাঠচক্রকে ৫-২ গোলে হারাল ডেগি কার্ডোজোর দল। হ্যাটট্রিক করণ রাইয়ের। এমনিতে সুপার সিক্সের আশা কার্যত অনিশ্চিত হয়ে গিয়েছে সবুজ-মেরুনের জন্য। খাতায়-কলমে এটাই ছিল গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ। ৬ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। তবে কিছুক্ষণের মধ্যেই গোল হজম করে তারা। ১৫ মিনিটে সমতা ফেরায় পাঠচক্র। ২৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন করণ রাই। ৪৫ মিনিটে গোল করেন পীযূষ। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধের শুরুতেই করণের গোল। আর ৬৫ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। ৬৯ মিনিটে পাঠচক্র আরেকটি গোল শোধ করলেও মোহনবাগানের জন্য আর বিপদ বাড়েনি। শেষ পর্যন্ত ৫-২ গোলে জেতে ডেগি কার্ডোজোর দল।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement