Advertisement

Mohun Bagan Super Giant: মনবীরের চোটে বাড়ছে সমস্যা, ACL2 ম্যাচের আগে চিন্তায় মোহনবাগান

মোহনবাগান সুপার জায়েন্ট শিবিরের দরজায় কড়া নাড়ছে এএফসি সাম্পিয়ন্স লিগ টু। সেই ম্যাচ খেলতেই শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রাখল সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ আহাল এফকে। তবে সেই ম্যাচের আগে হোসে মলিনার চিন্তা দলের ফুটবলারদের চোট। বিশেষ করে মনবীর সিং-এর চোট সমস্যা বাড়িয়েছে।

মোহনবাগানমোহনবাগান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 2:13 PM IST

মোহনবাগান সুপার জায়েন্ট শিবিরের দরজায় কড়া নাড়ছে এএফসি সাম্পিয়ন্স লিগ টু। সেই ম্যাচ খেলতেই শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রাখল সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ আহাল এফকে। তবে সেই ম্যাচের আগে হোসে মলিনার চিন্তা দলের ফুটবলারদের চোট। বিশেষ করে মনবীর সিং-এর চোট সমস্যা বাড়িয়েছে।

মনবীরের চোটে সমস্যা
প্রথম ম্যাচের জন্য দলকে প্রস্তুত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মোহনবাগান কোচ। তবে মলিনার দলে একমাত্র চিন্তার নাম চোট। যদিও অনিরুদ্ধ খাপা, জেমি ম্যাকলারেনরা সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করায় অনেকটাই স্বস্তিতে তিনি। কিন্তু এখনও মনবীরকে নিয়ে সংশয় রয়েছে। শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করলেন না মোহনবাগানের রাইট উইঙ্গার। সূত্র মারফত খবর, তাঁর কোমড়ে হালকা ব্যথা রয়েছে। আর সেই কারণেই মনবীরকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না হোসে মলিনা।

মনবীরের জায়গায় কে?
শুক্রবার অনুশীলনের শুরুতে মাঠে নামলেন না মনবীর। তবে প্র্যাক্টিসে এসে জিম সেশন সরলেন, শেষে কিছুটা সময়। সাইডলাইনেই রিহ্যাব করলেন। তবে সিচুয়েশন প্র্যাক্টিসের সময় মনবীরের বিকল্প হিসাবে সুহেল ভাটকে ব্যবহার করছেন মলিনা। সাহাল আব্দুল সামাদ রাইট উইংয়ে খেলতে পারেন, তবুও মলিনার পছন্দে তিনি নাম্বার টেন। অর্থাৎ, এখনও মনভীরের জন্য অপেক্ষা করছেন বাগান কোচ। তাঁকে সুস্থ করে তুলতে মেডিকেল টিমও অক্লান্ত পরিশ্রম করছে। 

শনিবার পরিস্থিতি বুঝে মনবীরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন হোসে মলিনা। অন্যদিকে, রক্ষণে টম অলড্রেডের পাশে খেলছেন মেহতাব সিং। আলবার্তো রড্রিগেজ পুরো অনুশীলন করলেন না। আক্রমণে কামিন্সের সঙ্গে ম্যাকলারেনই প্রথম পছন্দ হতে পারেন বাগান কোচের। চোট সারিয়ে পুরোদমে অনুশীলন করছেন অনিরুদ্ধ থাপা। অনুশীলন শেষে ফিটনেস বাড়াতে বাড়তি দাম ঝড়ালেন দিমিত্রি, রবসন, জেমি ম্যাকলারেনরা। এই ম্যাচ বেশ কঠিন হবে বলেই মনে করছেন মোহনবাগান কোচ। আর সেই কারণেই পুরো দল নিয়ে এই ম্যাচে নামতে চাইছেন তিনি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement