Advertisement

Mohun Bagan Super Giant: ডার্বি হারের পর বড় ধাক্কা খেল মোহনবাগান, ছিটকে গেলেন এই তারকা

ডার্বি (Kolkata Derby) হারতে হয়েছে। সেই কাটা ঘায়ে নুনের ছিটে এবার সালাউদ্দিন ও সন্দীপ মালিকের চোট। ফলে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) সমস্যায়। কলকাতা লিগে (Kolkata League) ডার্বি হেরে সুপার সিক্সে যাওয়া অনেকটা কঠিন হয়েছে।

সালাউদ্দিন আদনানসালাউদ্দিন আদনান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2025,
  • अपडेटेड 12:13 PM IST

ডার্বি (Kolkata Derby) হারতে হয়েছে। সেই কাটা ঘায়ে নুনের ছিটে এবার সালাউদ্দিন ও সন্দীপ মালিকের চোট। ফলে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) সমস্যায়। কলকাতা লিগে (Kolkata League) ডার্বি হেরে সুপার সিক্সে যাওয়া অনেকটা কঠিন হয়েছে। এর সঙ্গেই দুই তারকার চোট সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। ডেগি কার্ডোজোর সামনে চ্যালেঞ্জ, ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত ৩ নম্বরে থাকলেও, বিএসএস-এর বিরুদ্ধে জিততে পারলে, সবুজ-মেরুনকে ছুঁয়ে ফেলবে লাল-হলুদ।  

কতদিন মাঠের বাইরে থাকতে হবে দুই ফুটবলারকে?
সূত্রের খবর, সালাউদ্দিনকে প্রায় দু'সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তবে সন্দীপের চোট তেমন গুরুতর নয়। যেহেতু সামনে মোহনবাগানের খেলা নেই, তাই মনে করা হচ্ছে হয়তো লিগের পরের ম্যাচে খেলতে পারবেন সন্দীপ।

কলকাতা লিগের টেবিল

 
৫ ম্যাচ খেলে চারটে জয় ও একটা ড্র নিয়ে ১৩ পয়েন্ট পেয়ে শীর্ষে সুরুচি সঙ্ঘ। ৬ ম্যাচ খেলে চারটে জয় একটা ড্র ও একটা হার সহ ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মামনি পাঠচক্র। তিন নম্বরে মোহনবাগান। ৬ ম্যাচে ৩টে জয়, ১টা ড্র ও ২টো হার নিয়ে ১০ পয়েন্ট পেয়েছে তারা। চার নম্বরে কলকাতা কাস্টমস। ৬ ম্যাচে ২টো জয়, ৩টে ড্র আর একটা ম্যাচে হার। পয়েন্ট ৯। একই জায়গায় আছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবও। ইস্টবেঙ্গল পাঁচ ম্যাচ খেলে দুটো জয়, দুটো ড্র ও একটা হার নিয়ে পাঁচ নম্বরে ইস্টবেঙ্গল। লিগে এখনও ওঠাপড়া অনেক বাকি। ফলে এই টেবিল দেখে আশঙ্কা বা উল্লাসের কিছু নেই।    

অন্য দিকে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টও। চলতি সপ্তাহেই চলে আসতে পারেন সাহাল আব্দুল সামাদ। সোমবার রাজারহাটে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেন্টার অব এক্সেলেন্সে রিজার্ভ দলের সঙ্গে খেলবেন সিনিয়র দলের ফুটবলাররা। সেই ম্যাচ দেখেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সিনিয়র দলের কারা খেলতে পারবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন সহকারী কোচ বাস্তব রায়।

Advertisement
Read more!
Advertisement
Advertisement