
চলতি মরসুমে একটা ট্রফি এলেও একেবারেই চেনা ছন্দে নেই মোহনবাগান সুপার জায়েন্ট। কোচ হোসে মলিনাও দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এরপর দায়িত্বে এসেছেন সের্জিও লোবেরা। তবে কবে থেকে আইএসএল শুরু হবে তা জানা না গেলেও অনুশীলন শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। মাঠে নেমে ফের নিজেকে প্রমাণ করতে মরিয়া তারা।
৩১ অক্টোবরের পর আর মাঠে নামেনি মোহনবাগান। ভারতীয় ফুটবলের অচলাবস্থার জেরে অনুশীলন বন্ধ করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। দীর্ঘ এক মাস পর ফের বল পায়ে মাঠে নামলেন শুভাশিস, লিস্টনরা। অনুশীলনে ফিরেই পরিচিত মেজাজে ধরা দিলেন জেসন কামিন্স। অনুশীলন শেষে হাসি মুখে বললেন, 'অনেকদিন পর সবাইকে দেখে ভাল লাগছে। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। তবে আইএসএল কবে হবে জানিনা। জানুয়ারি মাসে সম্ভবনা রয়েছে, সেই অপেক্ষায় রয়েছি।"
অন্যদিকে, এক মাস পর অনুশীলনে একেবারে নতুন রূপে ধরা দিলেন সবুজ-মেরুনের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। মোহনবাগান জার্সি গায়ে চাপানোর পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার। ফিটনেসেও ঘাটতি ছিল। তবে এবার সম্পূর্ণ ফিট হয়েই ভারতে এসেছেন রবসন। সোমবার অনুশীলনে চনমনে মেজাজেই দেখা গেল তাঁকে। বেশ কয়েকবার জালে বলও জড়ালেন। শরীর শূন্যে ভাসিয়ে হেড করলেন। এবার শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা, সাম্বা ম্যাজিক দেখাতে প্রস্তুত রবসন রবিনহো।
মোহনবাগান হেড কোচের পদে দায়িত্ব গ্রহণ করলেও, এখনও ভারতে আসেননি সার্জিও লোবেরা। এদিন সহকারী কোচ বাস্তব রায় এবং ফিটনেস ট্রেনারের তত্ত্বাবধানেই গা ঘামালেন আপুইয়া, অনিরুদ্ধ থাপারা। বেশিরভাগ সময়টাই চলল শারীরিক অনুশীলন। শেষে বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে ম্যাচ খেলালেন। কোচ বদলের প্রভাব যে দলকে কাবু করেনি, তা জেমি, কামিন্সদের শরীরী ভাষায় স্পষ্ট। বিমান বিভ্রাটের কারণে এদিন অনুশীলনে উপস্থিত হতে পারেননি আলবার্তো রদ্রিগেজ। আজ মাঠে নামতে পারেন তিনি। পাশাপাশি, ৩ ডিসেম্বর অনুশীলনে যোগ দেবেন দিমিত্রি পেত্রাতোস।