ডুরান্ড কাপের প্রথম তিন ম্যাচে ধারাবাহিক জয়ের পর ডার্বিতে মুখ থুবড়ে পড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-২ গোলে পরাজয় হোসে মোলিনার দলের ফিটনেস নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। যা গত মরসুমে ছিল না। দারুণ ফিটনেস নিয়ে শিল্ড জেতার পর জিতেছে আইএসএল কাপও। তবে এবার মরসুমের শুরুতে ফিটনেস ফেরত আনার লড়াইয়ে হোসে মলিনার দল।
আগামী ১৬ সেপ্টেম্বর এসিএল টু অভিযান শুরু করবে মোহনবাগান। তাই ছুটি বাতিল জেমি ম্যাকলরেন, জেসন কামিন্সদের। জাতীয় দলের শিবিরের জন্য মলিনার দলের সাত জনকে নির্বাচন করেছিলেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। তবে ফুটবলার ছাড়তে রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট। সোমবার থেকেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রস্তুতিতে নেমে পড়ল সবুজ-মেরুন ব্রিগেড।
ডার্বির পর মোহনবাগান কোচ জোসে মলিনা যেন বিধ্বস্ত সেনাপতি। সমর্থকদের উদ্দেশে মোহনবাগান কোচ বলছিলেন, 'আমাদের সমর্থকদের জন্য দুঃখ লাগছে। জিততে পারলাম না। তবে আগামীকাল আবার সূর্য উঠবে। আশা করব ওঁদের হাসি মুখ আবার দেখতে পারব।' হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও যোগ করেন, 'প্রথমার্ধে আমাদের মাঝমাঠ ভালো খেলতে পারেনি। গোলের সামনে গিয়েও গোল করতে পারিনি। তুলনায় দ্বিতীয়ার্ধে ছেলেরা চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেখিয়েছে।'
নির্ধারিত সময়ের প্রায় কুড়ি মিনিট আগেই মাঠে নেমে পড়লেন মোহনবাগান ফুটবলাররা। নিজেদের মতো করে গা ঘামাতে শুরু করলেন। বড় ম্যাচে নিজেদের খামটিটা হয়তো উপলব্ধি করতে পেরেছেন দিমিত্রি, ম্যাকলারেনরা। তাই এদিন প্রায় দু'ঘন্টা ফিটনেস ট্রেনিংয়ের উপরেই নজর দিলেন বাগান কোচ হোসে মলিনা। রবিবার বড় ম্যাচে পর্যাপ্ত ফিটনেসের অভাবেই নজর কাড়তে ব্যর্থ হয়েছেন মোহনবাগান ফুটবলাররা। ডার্বি হারের চব্বিশ ঘন্টার মধ্যেই দল নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিলেন মলিনা। রবিবার প্রথম একাদশে থাকা ফুটবলাররা রিকভারি সেশন সারলেও, বাকিরা রেহাই পেলেন না। কখনও শারীরিক কসরত, কখনও পাসিং আবার কখনও মাপা সময়ের দৌড়। এদিন মলিনার কড়া নজরেই ঘাম ঝড়ালেন দিমিত্রি, কামিন্সরা। তবে মনবীর সিংকে নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত।