Advertisement

Mohun Bagan Super Giant: দুই নয়, তিন তারকাকে ছাড়া নামছে মোহনবাগান; পঞ্জাব ম্যাচে দল কেমন?

এবারে দারুণ দল গড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। খেলার সুযোগ পাচ্ছেন না বহু তারকা ফুটবলার। তবুও পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে নামার আগে বিরাট চাপে সবুজ-মেরুন। কারণ, মোহনবাগান যেন মিনি হাসপাতাল। চোটের তালিকায় নাম রয়েছে, দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos), গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) এবং আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। পেত্রাতোস আর স্টুয়ার্টের চোট ছিল আগে থেকেই। এবার সেই তালিকায় জুড়ে গিয়েছেন আশিকও। অনুশীলন করার সময় চোট পান ভারতীয় দলের তারকা।  

Manvir Singh, liston colaco, Jason Cummings
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2024,
  • अपडेटेड 12:32 PM IST

এবারে দারুণ দল গড়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। খেলার সুযোগ পাচ্ছেন না বহু তারকা ফুটবলার। তবুও পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে নামার আগে বিরাট চাপে সবুজ-মেরুন। কারণ, মোহনবাগান যেন মিনি হাসপাতাল। চোটের তালিকায় নাম রয়েছে, দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos), গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart) এবং আশিক কুরুনিয়ান (Ashique Kuruniyan)। পেত্রাতোস আর স্টুয়ার্টের চোট ছিল আগে থেকেই। এবার সেই তালিকায় জুড়ে গিয়েছেন আশিকও। অনুশীলন করার সময় চোট পান ভারতীয় দলের তারকা।   

হাতে কম বিকল্প নিয়ে নামছে মোহনবাগান। 
এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন 'সত্যিই এই ম্যাচে মাঠে নামার আগে আমাদের হাতে অপশন কম আছে। তবে আমি আশা করছি, একটা ভালো দল মাঠে নামাতে পারব।' মঙ্গলবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন আশিক কুরুনিয়ান। দিমিত্রি অনুশীলনে এলেও মাঠে নামলেন না। সাইডলাইনেই রিহ্যাব সারেন গ্রেগ স্টুয়ার্ট। ফলে সমস্যায় মোহনবাগান। 

কেমন হতে পারে মোহনবাগানের দল?
বৃহস্পতিবার ম্যাকলারেনের সঙ্গে শুরু থেকেই খেলতে পারেন জেসন কামিন্স। মাঝমাঠে সাহাল এবং আপুইয়ার উপরেই ভরসা রাখছেন মোহনবাগান কোচ। তবে দিমিত্রির অনুপস্থিতিতে অনিরুদ্ধ থাপাকেও প্রস্তুত রাখছেন তিনি। এদিনও ফেস মাস্ক পড়েই অনুশীলন করলেন শুভাশিস বোস। অধিনায়কের মাঠে নামার প্রসঙ্গে মোলিনা বলেন 'আমার মনে হয় না শুভাশিস মাস্ক পড়ে মাঠে নামলে তেমন কোনও ঝুঁকি নেই। তবে চিকিৎসকের সবুজ সংকেত পেলে তবেই তাঁকে মাঠে নামানো হবে।' 

একটা হার বদলে দিয়েছে মোহনাবাগানকে
টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর একটা পরাজয় যেন সব কিছু বদলে গিয়েছে মোহনবাগান শিবিরে। শুধু বদলায়নি মোলিনার মানসিকতা। তিনি বললেন 'আমি আগেও বলেছি, এখনও বলছি আমার মূল লক্ষ্য প্রতিটি ফুটবলারকে সব দিক থেকে আরও উন্নত করা। ফুটবলারদের শারিরীক ও মানসিক দক্ষতা, আক্রমণ, রক্ষণ, মাঝমাঠ প্রতিটি জায়গায় আমাদের সেরা ফুটবল খেলতে।' সব মিলিয়ে মোহনবাগানের সামনে লক্ষ্য থাকবে, এই ম্যাচ জিতে শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement