Advertisement

Mohun Bagan Super Giant: নববর্ষেই শিল্ড-ট্রফি আসবে মোহনবাগান ক্লাবে? বড় আপডেট দিকেন সঞ্জীব গোয়েঙ্কা

এতদিন আইএসএল লিগ শিল্ড ট্রফি ক্লাবে আসেনি। আইএসএল ট্রফি জেতার পর কাপ কবে আসবে ক্লাবে? সেটাই এখন দ্বিমুকুট জেতা মোহনবাগান ফ্যানদের বড় প্রশ্ন। সামনেই নরবর্ষ। বারপুজোর দিনই ট্রফি নিয়ে ক্লাবে সেলিব্রেশনে মাতবে মোহনবাগান ফুটবলাররা? এই প্রশ্ন সঞ্জীব গোয়েঙ্কাকে করা হলে, সদুত্তর মেলেনি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2025,
  • अपडेटेड 2:52 PM IST

এতদিন আইএসএল লিগ শিল্ড ট্রফি ক্লাবে আসেনি। আইএসএল ট্রফি জেতার পর কাপ কবে আসবে ক্লাবে? সেটাই এখন দ্বিমুকুট জেতা মোহনবাগান ফ্যানদের বড় প্রশ্ন। সামনেই নরবর্ষ। বারপুজোর দিনই ট্রফি নিয়ে ক্লাবে সেলিব্রেশনে মাতবে মোহনবাগান ফুটবলাররা? এই প্রশ্ন সঞ্জীব গোয়েঙ্কাকে করা হলে, সদুত্তর মেলেনি।

কী বললেন গোয়েঙ্কা?
 সামনেই নববর্ষ। বাংলার নতুন বছরের প্রথম দিন কি সবুজ মেরুন তাঁবুতে ট্রফি ঢুকবে? কী বললেন মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা? এককথায় তাঁর সংক্ষিপ্ত উত্তর, 'দেখি।' অর্থাৎ, দ্বিমুকুট জিতলেও ক্লাবে কবে ট্রফি ঢুকবে সেটা এখনও নির্ধারিত হয়নি। দ্বিমুকুট জিতে ইতিহাস রচনা করার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন বাগানের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'এই জয় মেরিনার্স‌দের। আমাদের ফ্যানদের। তাঁদের আশীর্বাদ আমাদের এই জায়গায় পৌঁছে দিয়েছে। সমস্ত ফ্যানদের কাছে কৃতজ্ঞ। আমাদের ওপর আস্থা রাখুন। আমরা সেরাটা দেব। ক্লাবকে আরও উচ্চতায় পৌঁছে দেব। শিল্ড এবং ট্রফি একসঙ্গে জেতা আনন্দের।' এক সপ্তাহ পরই শুরু সুপার কাপ। তবে সেই নিয়ে ভাবিত নয় মোহনবাগান ম্যানেজমেন্ট। ভারতীয় ফুটবলে সব ট্রফি জেতা হয়ে গিয়েছে। এবার পাখির চোখ এএফসিতে।

তবে ক্লাবে খুব দ্রুত ট্রফি আসবে বলে আশাবাদী সচিব দেবাশিস দত্ত। সবুজ-মেরুন সচিব বলেন, 'আমার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শিল্ড এবং কাপ ক্লাবে আসছে।' গত তিন বছরে নজরকাড়া সাফল্য মোহনবাগানের। বাংলার ফুটবলের ব্যাটন‌ একাই বয়ে নিয়ে যাচ্ছে কলকাতার প্রধান। দ্বিমুকুটে উচ্ছ্বসিত বাগান সচিব। দেবাশিস দত্ত বলেন, 'আমাদের সাফল্য ঈর্ষণীয়। অনেকেই হিংসা করছিল। কিন্তু গত তিন বছরে সত্যিই মোহনবাগান ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। তারমধ্যে এবার শিল্ড এবং কাপ। আমি বাকরুদ্ধ। এক গোলে হারছিল। সেখান থেকে দু'গোল দিয়ে ফিরে এল। এটাই মোহনবাগান।'   

Read more!
Advertisement
Advertisement