সুপার কাপের (Super Cup 2025) প্রথম ম্যাচে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এতে দারুণ সুবিধা হল সবুজ-মেরুনের। কারণ, নতুন দল। সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। সেখানে ডার্বিও (Kolkata Derby) হতে পারে। ফলে সাহাল আব্দুল সামাদদের (Sahal Abdul Samad) সঙ্গে পাসাং দর্জি তামাংরা মানিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা সময় পেলেন।
কম্বিনেশন তৈরির চেষ্টায় মোহনবাগান
সিনিয়র-জুনিয়র কম্বিনেশন তৈরিতেই জোর দিচ্ছেন কোচ বাস্তব রায় (Bastab Roy)। শনিবার বিকেলে ঘণ্টা দেড়েকের অনুশীলনে প্রথমে পাসিং ও পরে দুটি দলে ভাগ করে চলে সিচুয়েশন প্র্যাকটিস। তিনকাঠির মধ্যে কখনও ধীরজ সিং আবার কখনও আর্শ আনোয়ার শেখ দাঁড়ান। নুনো রেইস ও দীপেন্দু বিশ্বাস সেন্টারব্যাক হিসেবে খেলেন। দুই সাইডব্যাক আমনদীপ ও সৌরভ ভানুয়ালা। সেন্ট্রাল মিডফিল্ডে দীপক টাংরির সঙ্গে জুটি বাঁধেন অভিষেক সূর্যবংশী। আক্রমণ তৈরির দায়িত্বে সাহাল। দুই উইংয়ে আশিক কুরুনিয়ান ও সালাউদ্দিন আদনান। সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে সুহেল ভাটকে খেলান বাস্তব। সম্ভবত এঁরাই প্রথম একাদশে থাকতে চলেছেন।
ফিট হতে সময় লাগবে নুনোর
তবে নুনোর নড়াচড়াই বলে দিচ্ছিল কলকাতার গরম ও আর্দ্রতায় যথেষ্ট সমস্যা হচ্ছে। সুপার কাপে অধিনায়ক কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। সূত্রের খবর, সাহাল, দীপক ও আশিকের মধ্যে একজনের হাতে উঠতে চলেছে অধিনায়কের আর্মব্যান্ড। অন্যদিকে, রবিবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে সুপার কাপের জন্য অনুশীলন করবে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সুপার কাপ খেলেই বিদায় নেবেন গ্লেন মার্টিন্স। আগামী মরসুমে তাকে রাখছে না মোহনবাগান সুপার জায়েন্ট। এছাড়া বাকি ভারতীয় ব্রিগেন্ড অপরিবর্তিত থাকছে।
কেমন হতে পারে কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের প্রথম একাদশ?
ধীরজ সিংআর্শ আনোয়ার শেখ, নুনো রেইস, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ, সৌরভ ভানুয়ালা, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, সাহাল, আশিক কুরুনিয়ান, সালাউদ্দিন আদনান, সুহেল ভাট