লিগ শিল্ডের পর আইএসএল (ISL) কাপ জয়। সেলিব্রেশনের মাঝেই পরের মরসুমের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। জানা যাচ্ছে, আরেক তারকা ভারতীয় উইঙ্গারকে টার্গেট করল সবুজ-মেরুন। এই মরসুমে দারুণ ছন্দে তিনি। এবারে টুর্নামেন্টের বাকি দলগুলির থেকে অনেকটাই এগিয়ে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। যার ফলে গত ফুটবল সিজনের মতো এবারও শিল্ড জয় করতে খুব একটা অসুবিধা হয়নি মোহনবাগানের।
তবে একদিকে মনবীর সিং ও অন্যদিকে লিস্টন কোলাসোর সার্ভিস সবসময় পাওয়া সম্ভব নয়। ফলে বিকল্প উইঙ্গার দলে রাখতে চাইছে তারা। পরের মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে হবে তাদের। সেদিকেও নজর রাখছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। চলতি সিজনের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের। পরাজিত হতে হয়েছিল ঐতিহ্যবাহী ডুরান্ডের ফাইনাল ম্যাচ। এবার সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য সবুজ-মেরুনের। সময়ের সঙ্গে সঙ্গে অনবদ্য ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান। শুরুরু দিকে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলের বেশ কিছুটা তলানিতে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি জোসে মলিনার ছেলেদের।
এবার কলিঙ্গ সুপার কাপে ও এই ধারা বজায় রাখার লক্ষ্য রয়েছে বাগান ব্রিগেডের। সেইসাথে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজে হাত দিতে চায় ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের মতোই একাধিক দেশীয় ফুটবলারদের দিকে ও নজর রয়েছে ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে গত কয়েক মাস ধরেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল পার্থিব গগৈয়ের নাম। তবে তিনি একানন। নর্থইস্ট ইউনাইটেডের আরও এক ফুটবলারের দিকে নজর ছিল বাগানের।
তবে বর্তমানে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে পার্থিবের নাম। এই আইএসএলে মোট চারটি গোল করেছেন এই ভারতীয় উইঙ্গার। এছাড়াও একটি গোল কন্ট্রিবিউশন ও থেকেছে এই তারকার। এছাড়াও প্রায় প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি। সব দিক মাথায় রেখেই তাঁকে নিয়ে যথেষ্ট আগ্ৰহী মেরিনার্সরা। শোনা যাচ্ছে কথাবার্তা ও নাকি শুরু হয়ে গিয়েছে উভয় তরফ থেকে।