Advertisement

Anwar Ali: AIFF-এর ক্ষুব্ধ মোহনবাগান, আনোয়ার ইস্যুতে আন্তর্জাতিক আদালতে সবুজ-মেরুন

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপর আস্থা হারিয়ে আনোয়ার আলি ইস্যুতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হলো মোহনবাগান সুপার জায়েন্ট। লুসানের কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে মোহনবাগানের আবেদন, যত শীঘ্র সম্ভব বেনিয়মে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে খেলা ডিফেন্ডার আনোয়ারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আনোয়ারকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলের থেকে তারা যে অর্থ পায়, তা দ্রুত মেটানোর নির্দেশ আসুক।

anwar alianwar ali
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 4:37 PM IST

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপর আস্থা হারিয়ে আনোয়ার আলি ইস্যুতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হলো মোহনবাগান সুপার জায়েন্ট। লুসানের কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে মোহনবাগানের আবেদন, যত শীঘ্র সম্ভব বেনিয়মে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে খেলা ডিফেন্ডার আনোয়ারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আনোয়ারকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গলের থেকে তারা যে অর্থ পায়, তা দ্রুত মেটানোর নির্দেশ আসুক।

কী কারণে ক্যাসে গেল মোহনবাগান? 
২০২৪ সালের জুলাই মাসে আনোয়ার মোহনবাগানের চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করেছিলেন। মোহনবাগান তা নিয়ে আপত্তি করায় ফেডারেশনের স্ট্যাটাস কমিটি আনোয়ারকে চার মাস সাসপেন্ড করে। কিন্তু পরে ফেডারেশনের অ্যাপিল কমিটি সেই সিদ্ধান্ত বাতিল করে। গত ১৮ মাস ধরে মোহনবাগান বিষয়টি নিয়ে বারবার আবেদন করলেও ফেডারেশন নানা বাহানায় তা এড়িয়ে গিয়েছে। 

সমস্যার স্মাধান এখনও অধরাই
কমিটি বদলে গেলেও এই সমস্যার সমাধান আজও অধরা। অনেকদিন ধরে চলতে থাকা এই স্মস্যার নিস্পত্তি চেয়ে মোহনবাগান তার পরে ফিফার কাছে আবেদন করে। ফিফা ব্যাপারটা ফেডারেশনকে পাঠিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলে। ফেডারেশন ফের বিষয়টি অ্যাপিল কমিটি থেকে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে পাঠিয়ে দেয়। সব মিলিয়ে ব্যাপারটা ক্রমাগত ঝুলছে দেখে মোহনবাগান ক্রীড়া আদালতে গেল। 

আর আইএসএল শুরুর আগে এই ব্যাপারটা ইস্টবেঙ্গলকে যথেষ্ট চাপে ফেলে দিল। তার এর আগে আই লিগের চ্যাম্পিয়নশিপ নিয়ে ফেডারেশনের সিদ্ধান্ত বদলে ক্রীড়া আদালত যে ভাবে ইন্টার কাশীর পক্ষে রায় দিয়েছিল, তাতে এ বার রায় মোহনবাগানের দিকে যাওয়ারই সম্ভাবনা। তাতে আনোয়ারের আইএসএলে খেলা আটকে যেতে পারে। ইস্টবেঙ্গল চাপে পড়ে গিয়েছে, তাদের দুই বিদেশি স্ট্রাইকার হিরোশি ও হামিদকে ছেড়ে দিয়ে। এঁদের বিকল্প এখনও নিতে পারেনি ক্লাব। ফলে প্রস্তুতিতে বেশ ধাক্কা খাচ্ছেন কোচ অস্কার ব্রুজো। এর মধ্যে তারকা ডিফেন্ডারের খেলাও অনিশ্চিত হয়ে গেলে খুবই স্মস্যায় পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। 

Read more!
Advertisement
Advertisement